কলকাতা: ময়নাগুড়িতে ঘটে গিয়েছে ভয়াবহ রেল দুর্ঘটনা। ইতিমধ্যেই এই রেল দুর্ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনা কবলিত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসে থেকে মৃত ও আহতদের উদ্ধার কাজ চলছে। এই ভয়াবহ রেল দুর্ঘটনার কারণে বেশ কিছু ট্রেন বাতিল হওয়ার পাশাপাশি প্রচুর ট্রেনের রুট বদল হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক….
১. ১৩.০১.২০২২: 13147 শিয়ালদহ-বামন হাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। বামন হাট অবধি যাওয়ার কথা থাকলেও এই ট্রেন নিউ জলপাইগুড়ি অবধি যাবে
২. ১৪.০১.২০২২: 13148 বামন হাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্রেন বামন হাটের পরিবর্তে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে।
১. ১৩.০১.২০২২- 12346 গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস নিউ কোচবিহার- মাথাভাঙ্গা- রানীনগর- জলপাইগুড়ি হয়ে চলবে।
২. ১৩.০১.২০২২- 13171 শিয়ালদহ – আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি- শিলিগুড়ি জংশন- নিউ মাল জংশন- আলিপুরদুয়ার জংশন- শামুকতলা হয়ে চলবে।
৩. 12507 ত্রিবান্দ্রাম সেন্ট্রাল – শিলচর এক্সপ্রেস রানীনগর- জলপাইগুড়ি- মাথাভাঙ্গা- নিউ কোচবিহার হয়ে চলবে
৪. 12505 কামাখ্যা- আনন্দ বিহার স্পেশাল ট্রেন নিউ কোচবিহার- মাথাভাঙ্গা- রানীনগর জংশন হয়ে চলবে।
৫. 15632 গুয়াহাটি- বার্মার স্পেশাল ট্রেন নিউ কোচবিহার- মাথাভাঙ্গা- রানীনগর জংশন হয়ে চলবে।
৬. 20502 তেজস রাজধানী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি- শিলিগুড়ি- নিউ মাল জংশন- আলিপুরদুয়ার জংশন হয়ে চলবে।
৭. 15910 অবদ আসাম এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি- শিলিগুড়ি জংশন- নিউ মাল জংশন- আলিপুরদুয়ার জংশন হয়ে চলবে।
৮. 22450 নয়াদিল্লি- গুয়াহাটি এক্সপ্রেস ঘুর পথে চলবে।