Sarogate Mother: কলকাতায় ‘ভাড়াটে মা’ হওয়ার প্রবণতা কি বাড়ছে? খরচ কেমন সারোগেসিতে?

Sukla Bhattacharjee |

Aug 12, 2024 | 7:41 PM

Anindita Sarbadhicari: সমাজ কী বলবে, তা নিয়ে কোনদিনই ভাবেননি সাহসী পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী। তাঁর কথায়, "সমাজের কথা ভাবতে গেলে নিজের কথা ভাবা যায় না। নারীর শরীরের অধিকার নারীরই হাতে থাকা উচিত।" তাই সিঙ্গল মাদার হিসাবে অন্তঃসত্ত্বা হওয়ার পর বিষয়টি তিনি গোপন রাখেননি।

Sarogate Mother: কলকাতায় ভাড়াটে মা হওয়ার প্রবণতা কি বাড়ছে? খরচ কেমন সারোগেসিতে?
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বিয়ে করিনি তো কী! মা তো হতেই পারি! মা হতে গেলে বিয়ে করতে হবে, একথা কে বলেছে! আজকাল আইভিএফ পদ্ধতির মাধ্যমে তো সিঙ্গল মাদার হওয়া যায়- একথা শুনে হয়তো আজও ভ্রু কুঁচকান জ্যেঠিমা, দিদিমারা। পাড়ার কাকিমা, মাসিমারাও কম গসিপ করবেন না। আর তথাকথিত সমাজের ভয়ে সিদ্ধান্ত ভেবে দেখতে বলবেন মাও। কিন্তু, নিজের জীবন। নিজে উপার্জন করি। সন্তান মানুষ করার সামর্থ্যও রয়েছে। তাহলে আমার জীবন চালানোর অধিকার কেন অন্যের সমালোচনার উপর নির্ভর করবে? নারীর শরীরের অধিকার নারীরই হাতে থাকা উচিত।– এমনটাই ভেবেছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী। তাই কোনও কিছুর পরোয়া না করে সিঙ্গল মা হয়েছেন তিনি। কলকাতায় তিনিই সম্ভবত প্রথম সারোগেসি-সিঙ্গল মাদার। যদিও ট্রাডিশনাল সারোগেসি নয়, প্রায় জেস্টেশনাল সারোগেসির পদ্ধতি অবলম্বন করেছিলেন অনিন্দিতা সর্বাধিকারী। অর্থাৎ আইভিএফ পদ্ধতির মাধ্যমে নিজের গর্ভেই সন্তান ধারণ করেন তিনি। ট্রাডিশনাল সারোগেসি, জেস্টেশনাল সারোগেসির কথা শুনে অনেকেই হয়তো অবাক হচ্ছেন। সাধারণত, আমাদের ধারণা, সারোগেসি মানে তো সন্তানের জন্য অন্যের গর্ভ ভাড়া করা। তাহলে ট্রাডিশনাল আর জেস্টেশনাল সারোগেসির...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন