Arup Biswas: মেসি-কাণ্ডে শেষ পর্যন্ত অব্যাহতির ইচ্ছাপ্রকাশ অরূপ বিশ্বাসের, মমতাকে দিলেন চিঠি

Arup Biswas: ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। চিঠিতে মমতাকে দিদি সম্মোধন করে তিনি লিখছেন, যুবভারতীর ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই তদন্তের স্বার্থেই তিনি তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন।

Arup Biswas: মেসি-কাণ্ডে শেষ পর্যন্ত অব্যাহতির ইচ্ছাপ্রকাশ অরূপ বিশ্বাসের, মমতাকে দিলেন চিঠি
চাপানউতোর রাজনৈতিক মহলে Image Credit source: TV 9 Bangla

Dec 16, 2025 | 4:05 PM

কলকাতা: তুমুল বিতর্ক। লাগাতার বিরোধীদের তোপের মুখে পড়েছেন। শেষ পর্যন্ত অব্যাহতির ইচ্ছাপ্রকাশ করলেন অরূপ বিশ্বাস। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতির ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। চিঠিতে মমতাকে দিদি সম্মোধন করে তিনি লিখছেন, যুবভারতীর ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই তদন্তের স্বার্থেই তিনি তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন। 

চিঠির এই ছবি প্রথম শেয়ার করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও সেই চিঠিতে অরূপ বিশ্বাসের সাক্ষর দেখতে পাওয়া যাচ্ছে না। যুবভারতী-কাণ্ডের পরেই তদন্ত কমিটি তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তদন্ত কমিটি আগেই পুলিশের একের পর এক হেভিওয়েট অফিসারকে শোকজ করেছে। শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশের কমিশনারকেও। ডিসিপি অনীশ সরকারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড। পাশাপাশি যুব ও ক্রীড়া দফতরের সচিব রাজেশকুমার সিনহাকেও শোকজ করা হয়েছে। যুবভারতীর সিইও পদ থেকে অপসারিত দেবকুমার নন্দন। অন্যদিকে শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় অরূপকে অব্যহতি দিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এ নিয়ে যখন পুরোদমে চাপানউতোর চলছে তখন কুণাল ঘোষ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় পুরো বিষয়টা বিবেচনা করছেন। সূত্রের খবর, ক্রীড়া দফতর আপাতত নিজের হাতেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এ ঘটনার পরেও সুর চড়াচ্ছে বিরোধীরা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, ইস্তফা নয়, আমরা গ্রেফতারি চাই।