Explained: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে কী কী পাবেন? কী কী পাবেন না?

Amader Para Aamader Samadhan Prakalpa: রাজ‍্যের মোট ৮০ হাজারের বেশি বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছবে রাজ্য সরকার। বুথ প্রতি বরাদ্দ হয়েছে ১০ লক্ষ টাকা। তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে।

Explained: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পে কী কী পাবেন? কী কী পাবেন না?
জেনে নিন বিশদে Image Credit source: TV 9 Bangla GFX

| Edited By: জয়দীপ দাস

Aug 09, 2025 | 8:27 PM

হন্যে হয়ে ঘুরতে হবে না সরকারি দফতরে দফতরে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে জাতিগত শংসাপত্র, কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী সব কিছু সুবিধা এক ছাতার তলার দিতে আগেই চালু হয়েছে দুয়ারে সরকার। বাস্তবায়নের কিছু সময়ের মধ্যে বঙ্গবাসীর মধ্যে ব্যাপক সাড়াও ফেলছিল এই প্রকল্প। এবার আরও তৃণমূল স্তরে মানুষের মানুষের সুবিধা-অসুবিধা বুঝতে চালু হয়ে গিয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। সরকার এক্কেবারে রুট লেভেলে গিয়ে প্রশাসনিক সুবিধা দিতে চাইছে আম-আদমি-কে। ঘোষণা মতো ২ অগস্ট থেকেই শুরু হয়ে গেল এই প্রকল্প। কিন্তু জানেন কী কী সুবিধা মিলবে এই প্রকল্পে? কোথায় যেতে হবে?  শনিবার এই প্রকল্পের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি প্রকাশ করা হয়েছে। সেখানেই ‘আমাদের পাড়া, আমাদের সমাধানে’ কোন কোন কাজ হবে তা বিশদে বর্ণনা করা হয়েছে। মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত এমন সমস্যার সমাধানের উপরেই মূলত জোর দেওয়া হচ্ছে। জোর দেওয়া...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন