Surendranath College: এবার খাস কলকাতা! সুরেন্দ্রনাথ কলেজের অদূরে উদ্ধার আগ্নেয়াস্ত্র

Abdul Aziz | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 09, 2024 | 11:34 PM

STF: গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসটিএফ আধিকারিকরা  শনিবার বৈঠকখানা এলাকায় একটি চায়ের দোকানে যান। ওই চায়ের দোকানটি একটি গোলির ভিতর অবস্থিত। সেখানে গিয়ে তাঁরা তল্লাশি চলান। মহম্মদ ইসমাইল নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার ৫ টি পিস্তল, ৯০ রাউন্ড গুলি। এরপরই আটক হয় ইসমাইল। গোয়েন্দাদের অনুমান, ওই ব্যাক্তি বৈঠকখানা রোডে অস্ত্রগুলি সরবরাহ করতে এসেছিল।

Surendranath College: এবার খাস কলকাতা! সুরেন্দ্রনাথ কলেজের অদূরে উদ্ধার আগ্নেয়াস্ত্র
বৈঠকখানা বাজার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: জেলা থেকে প্রায়শই কখনো মাদক, কখনও বা আগ্নেয়াস্ত্র, কখনও আবার দুষ্কৃতী গ্রেফতারের খবর প্রকাশ্যে আসে। এবার খাস কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ বিভাগ। পুলিশ সূত্রে খবর, সুরেন্দ্রনাথ কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে বৈঠকখানা বাজার থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রগুলি। এই ঘটনায় আটক এক ব্যক্তি।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসটিএফ আধিকারিকরা  শনিবার বৈঠকখানা এলাকায় একটি চায়ের দোকানে যান। ওই চায়ের দোকানটি একটি গোলির ভিতর অবস্থিত। সেখানে গিয়ে তাঁরা তল্লাশি চলান। মহম্মদ ইসমাইল নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার ৫ টি পিস্তল, ৯০ রাউন্ড গুলি। এরপরই আটক হয় ইসমাইল। গোয়েন্দাদের অনুমান, ওই ব্যাক্তি বৈঠকখানা রোডে অস্ত্রগুলি সরবরাহ করতে এসেছিল। পুলিশের অনুমান, বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল সেগুলি।

স্থানীয় এক দোকানদার বলেন, “গোডাউনের সামনে ভিড় দেখি। তখন শুনি একজনকে পুলিশ ধরেছে। আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলাম বলল বন্দুক পাওয়া গেছে। লোকটার কাছে ব্যাগ ছিল একটা। তবে আগে এই লোকটাকে এখানে কখনও দেখিনি।”

Next Article
Abhishek Banerjee: নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা, নরওয়ে যাওয়ার আমন্ত্রণ পেলেন অভিষেক
CPIM: প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি! সিপিএমের সম্মেলনকে সার্কাস বলে কটাক্ষ তৃণমূলের