AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গার্ডেনরিচের এফসিআইয়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন

আচমকা আগুন গার্ডেনরিচে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকলের। দুটি গুদাম পুড়ে ছাই হয়ে যায়। হতাহতের কোনও খবর নেই। তিনঘণ্টার ম্যারাথন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গার্ডেনরিচের এফসিআইয়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন
গার্ডেনরিচে আগুন
| Updated on: Apr 07, 2021 | 2:28 PM
Share

কলকাতা: আচমকা আগুন (fire) গার্ডেনরিচের এফসিআইয়ের গুদামে। পশ্চিম বন্দর থানার ময়লা ডিপো এলাকায় ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার দুটি গুদামে সকাল সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে। গুদামের মধ্যে বৈদ্য়ুতিক সরঞ্জাম ভর্তি ছিল। সেখান থেকেই দ্রুত আগুন (Fire) ছড়িয়ে যায়। নিরাপত্তারক্ষীরা আচমকা গুদাম কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। প্রথম ধাপে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ক্রমে সেই ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। মোট ৭ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনঘণ্টার ম্যারাথন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকল সূত্রে খবর,  শর্ট সার্কিট থেকে আচমকা আগুন লেগে যায়। বৈদ্য়ুতিক সরঞ্জামে পূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ওই দুটি গুদাম ফুড কর্পোরেশনের নামে হলেও লিজ়ে বিভিন্ন শিপিং কোম্পানি মাল মজুত করতে ব্যবহার করত। দুটো গুদামই  পুরোপুরি ভস্মীভূত। পাশাপাশি অন্যান্য গুদামেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু, দমকলের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি। যদিও, অত্যন্ত ধোঁয়ার জন্য প্রথমে গুদামের ভেতর গিয়ে আগুন নেভাতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল দমকলকর্মীদের।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুন নেভানোর পর প্রায় দুই ঘণ্টা ধরে গোটা এলাকাজুড়ে শীতলীকরণ প্রক্রিয়া (Cooling Process)  চলে।

আরও পড়ুন: বাংলায় একদিনে করোনা সংক্রমণ ২ হাজার পার! দ্বিতীয় পর্যায়ে রেকর্ড মৃত্যু আজ