
কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। এবার কলকাতার গুলশন কলোনি। একটি বহুতলে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ওই বহুতলে অনেক মানুষ বসবাস করেন। চলছে ফ্ল্যাট খালি করার কাজ। শুক্রবার সকালে আচমকাই আগুন লেগে যায় দক্ষিণ কলকাতার এই কলোনি এলাকায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
একটি ফ্ল্যাট থেকেই আগুনের সূত্রপাত বলে জানা যাচ্ছে। তবে যেহেতু বহুতলে অনেক মানুষ বসবাস করেন, তাই আশঙ্কা একটা থেকেই যায়। এক্ষেত্রেও কোনও ঝুঁকি নিচ্ছেন না দমকলকর্মীরা। পরপর ১০টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা একে একে বের করে আনছেন বাসিন্দাদের। আগুন লেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। বহুতলের নীচে রয়েছে কারখানা। সেখানে রাসায়নিক পদার্থ ছিল বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। এলাকার এক বাসিন্দা বলেন, “আগুন লাগার খবর পেয়েই আমরা ছুটে এসেছি। কী রাসায়নিক ছিল, জানি না।”
শীতকালে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি থাকে। শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাই আতঙ্কিত এলাকার মানুষজন। প্রত্যেকেই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। ভিতরে কোনও পকেট ফায়ার রয়েছে কি না, তা বোঝার চেষ্টা করছেন দমকলকর্মীরা।
দিনকয়েক আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বড়বাজারে। দমকলের কর্মীরা গ্যাস কাটার দিয়ে দেওয়াল কেটে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে আগুন নেভায়। কয়েক কোটি টাকার ক্ষতি হয় ওই অগ্নিকাণ্ডে। দমকল এবং পুলিশ সূত্রে খবর, ছোট বড় মিলিয়ে প্রায় ১০০ দোকান ক্ষতিগ্রস্ত হয় সেখানে।