
কলকাতা: মেট্রো -যাত্রীদের দুর্ভোগ কাটছেই না। একদিকে কবি সুভাষ স্টেশনটি বন্ধ থাকায় বহু মানুষ হয়রানির শিকার। তারই মধ্যে পরপর একই ঘটনা। মেট্রোর রেকের তলা থেকে বেরচ্ছে আগুন! সোমবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে ফের একই ঘটনা। দ্রুত মেট্রো থেকে নামানো হল যাত্রীদের।
সোমবার সন্ধ্যায় যখন অফিস-ফেরত যাত্রীদের ভিড় বেশি, তখন এই ঘটনা সামনে আসে। এসপ্লানেড থেকে মেট্রোটি ছেড়ে চাঁদনী চকের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় এসপ্লানেড থেকে মেট্রো ছেড়ে চাঁদনী চকের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় রেকের তলা থেকে আগুনের ফুলকি দেখা যায়। ধোঁয়া বেরতে শুরু করে। সন্ধ্যা ৭টা নাগাদ ওই ঘটনা ঘটে।
গত ৩১ জুলাই ঠিক একই ঘটনা ঘটেছিল চাঁদনী চক মেট্রো স্টেশনে। সেই মেট্রো রেকটি শহীদ ক্ষুদিরামের দিকে যাচ্ছিল। সেদিন সকাল ৮টা নাগাদ ঘটনা ঘটে। যাত্রীদের একাংশ দেখেন একটি কামরার নীচ থেকে আগুনের ফুলকি বেরচ্ছে। সেদিনও একইভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
উল্লেখ্য়, দিনকয়েক আগেই কবি সুভাষ মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল দেখা যায়। সেই ফাটল থেকে বড় বিপদ ঘটতে পারে, এমন আশঙ্কা করেই বন্ধ করে দেওয়া হয় স্টেশন। আপাতত মেরামতির কাজ চলছে। শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে ছাড়ছে মেট্রো।