Nager Bazar Fire: নাগের বাজারে বহুতলে ভয়াবহ আগুন, ভিতরে অনেকের আটকে থাকার সম্ভাবনা

Fire: বুধবার দুপুরে আচমকা ধোঁয়া বেরতে দেখা যায় নাগেরবাজারের ওই বহুতল থেকে। ১৬ তলা ফ্ল্যাটের জানালা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

Nager Bazar Fire: নাগের বাজারে বহুতলে ভয়াবহ আগুন, ভিতরে অনেকের আটকে থাকার সম্ভাবনা
বহুতলে আগুন
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2023 | 4:31 PM

কলকাতা : ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। দমদমের কাছে নাগের বাজারে অভিজাত আবাসনে আগুন লাগার ঘটনা ঘটল বুধবরা দুপুরে। বহুতল ওই অ্যাপার্টমেন্টের ১৬ তলায় আগুন লাগে বলে খবর। কালো ধোঁয়ায় ঢেকেছে ডায়মন্ড সিটি নর্থ নামে ওই অ্যাপার্টমেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনও পর্যন্ত দমকলের মোট ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। যেহেতু ওই বহুতলে একাধিক পরিবার বসবাস করে, তাই সেখানে অনেকেরই আটকে থাকার সম্ভাবনা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি ১৬ তলায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন।

বহুতলের বাসিন্দারা খবর দিলে প্রথমে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আগুন বাড়তে থাকলে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। ১৬ তলায় অর্থাৎ যেখানে আগুনের সূত্রপাত, সেখানে ২ জন মহিলা আটকে ছিলেন বলে জানা গিয়েছে। দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে তাঁদের উদ্ধার করে নামিয়ে আনেন। তবে একটি ফ্ল্যাট থেকে আর একটি ফ্ল্যাটে ছড়িয়ে পড়েছে আগুন। বেশ কয়েকজনকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।

অভিজাত আবাসনের চারপাশে অনেক বাড়ি রয়েছে। ফলে, আগুন ছড়িয়ে পড়লে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে দমকলের। আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। আবাসন দ্রুত খালি করার চেষ্টা চলছে। সব বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিকভাবে কালো ধোঁয়ার কারণে বাধা পাচ্ছিলেন পরে আগুনের উৎসস্থলের দিকে পৌছতে সক্ষম হয়েছেন তাঁরা।