সাত সকালে সল্টলেকের ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকল মন্ত্রী

Mar 29, 2021 | 10:53 AM

ভস্মীভূত প্রায় গোটা ঝুপড়ি। কম সময়ের মধ্যে ছড়িয়ে যায় আগুন (Fire)।

সাত সকালে সল্টলেকের ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকল মন্ত্রী
সল্টলেকে পুড়ে ছাই গোটা ঝুপড়ি

Follow Us

কলকাতা: সল্টলেকের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘণ্টাখানেকের আগুনে পুড়ে ছাই গোটা ঝুপড়ি। সকাল আটটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের সাতটি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

বাসিন্দাদের দাবি অনুযায়ী, এদিন সকালে প্রথমে ঝুপড়ির এক কোণে আগুনের শিখা দেখা যায়। এরপরই আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। এলাকায় প্লাস্টিকের বোতল সহ একাধিক দাহ্য পদার্থ ছিল বলেও জানা গিয়েছে। ফলে আগুন ছড়াতে খুব বেশি সময় লাগেনি। অনেকেই সকালে উঠে কাজে বেরিয়ে গিয়েছিলেন। খবর পেয়ে ফিরে দেখেন তাঁদের গোটা বাড়ি ভস্মীভূত। দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় কোনও ঝুপড়ি বাঁচানো সম্ভব হয়নি। তবে হতাহতের কোনও খবর নেই।

ঠিক ঠিক কি কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক ধারণা ভিতরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুনের সূত্রপাত। সিলিন্ডার ফাটার আওয়াজ শোনা যাচ্ছে ঝুপড়ি থেকে। আগুন লাগার কারণ খতিয়ে দেখবে দমকল।

আরও পড়ুন: তিন দিনে ৫০০ থেকে ৮০০-তে লাফ! রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে করোনা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। দমকল কর্মীদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তিনি জানিয়েছেন, আগুন লাগার কারণ কারণ স্পষ্টভাবে জানা যায়নি। কত ঝুপড়ি ছিল, তা জানতে পুলিশের সঙ্গে কথা বলছেন তিনি। কারণ জানতে ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম।

Next Article