Chinar Park Fire: অক্ষয় তৃতীয়ায় ভালই ভিড় ছিল, সকাল হতেই দাউদাউ করে জ্বলছে চিনার পার্কের নামকরা রেস্তোরাঁ, ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

Chinar Park Fire: সামনের অংশে আগুন নেভানো সম্ভব হলেও, পিছনের দিকে এখনও আগুন জ্বলছে। রেস্তোরাঁর ছাদে উঠে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

Chinar Park Fire: অক্ষয় তৃতীয়ায় ভালই ভিড় ছিল, সকাল হতেই দাউদাউ করে জ্বলছে চিনার পার্কের নামকরা রেস্তোরাঁ, ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
চিনার পার্কের রেস্তোরাঁয় আগুন।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 01, 2025 | 8:42 AM

কলকাতা: মেছুয়া বাজারের রেশ কাটেনি, তার মধ্যেই শহরে ফের অগ্নিকাণ্ড। সাতসকালে আগুন লাগল চিনার পার্কের রেস্তোরাঁয়। দাউদাউ করে জ্বলতে দেখা যায় রেস্তোরাঁটি। কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। শেষ আপডেট অনুযায়ী, প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে এখনও বেশ কিছু ফায়ার পকেট রয়ে গিয়েছে।

বৃহস্পতিবার সকালে চিনার পার্কের একটি নামকরা রেস্তোরাঁয় আগুন লাগে। সেই সময় রেস্তোরাঁটি বন্ধ ছিল।  আগুন লাগার কিছুক্ষণ পরই রেস্তোরাঁ থেকে গলগল করে কালো ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন বহু মানুষ। আশেপাশের বাড়ি থেকে ভয়ে-আতঙ্কে অনেকেই নীচে নেমে আসেন।

আগুন লাগার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। সামনের অংশে আগুন নেভানো সম্ভব হলেও, পিছনের দিকে এখনও আগুন জ্বলছে। রেস্তোরাঁর ছাদে উঠে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। সেগুলি কুলিং করার চেষ্টা করছে দমকল।

কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে রেস্তোরাঁটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। আগুন নেভানোর পর কারণ খতিয়ে দেখা হবে।

মঙ্গলবারই বড়বাজারের মেছুয়া বাজারে একটি হোটেলে আগুন লেগেছিল। নামার কোনও পথ ছিল না, হোটেলের ভিতরেই দমবন্ধ হয়ে ১৫ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর আজ ফের অগ্নিকাণ্ড।