Kali Puja: চিংড়িঘাটায় ভয়াবহ আগুন, চোখের পলকে দাউ দাউ করে জ্বলে গেল কালীপুজোর বিশাল মণ্ডপ

Fire at Kali Puja Pandel: খবর যায় দমকলের কাছেও। কিছু সময়ের মধ্যেই ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। তাঁদেরই কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে দকমল কর্মীদের অনুমান, বাজি পোড়াতেই গিয়ে অসাবধানে এ ঘটনা ঘটে থাকতে পারে।

Kali Puja: চিংড়িঘাটায় ভয়াবহ আগুন, চোখের পলকে দাউ দাউ করে জ্বলে গেল কালীপুজোর বিশাল মণ্ডপ
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 24, 2025 | 10:59 PM

কলকাতা: চিংড়িঘাটার সুকান্তনগরে কালীপুজোর মণ্ডপে ভয়াবহ আগুন। নিরঞ্জনের উদ্দেশ্যে বের করা হয় প্রতিমা। আর ঠিক তারপরই বিপত্তি। কিন্তু ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। যদিও ততক্ষণে আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝাঁপিয়ে পড়েন সুকান্তনগর কালচারাল ক্লাবের সদস্যরাও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়।

খবর যায় দমকলের কাছেও। কিছু সময়ের মধ্যেই ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। তাঁদেরই কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে দকমল কর্মীদের অনুমান, বাজি পোড়াতেই গিয়ে অসাবধানে এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কথা বলা হচ্ছে এলাকার বাসিন্দাদের সঙ্গেও। এদিকে বাইপাসগামী রাস্তার ঠিক পাশেই রয়েছে এই মণ্ডপ। আচমকা এ ঘটনায় বেশ কিছু সময়ের জন্য যানজটও তৈরি হয়ে যায়। তবে হতাহতের কোনও খবর মেলেনি। 

এলাকার এক বাসিন্দা বলছেন, “ঠাকুর বেরিয়ে যাওয়ার পরেই এ ঘটনা ঘটে। কালীপুজো সময় চলছে তো, হয়তো কোথা থেকে বাজি এসে লেগেছে। সেখান থেকে এটা ঘটে থাকতে পারে। কেউ বাজি ফাটালে তো এই সময় আর আটাকানো যায় না। এদিকে আমাদের মণ্ডপ এবার হোগলা পাতার হয়েছিল। সে কারণেই অল্প আগুনই দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড চলে আসে। তাঁদের কিছু সময়ের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।”