
কলকাতা: খুশির ইদের (Eid) প্রাক্কালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তপসিয়ায় (Tapsia) । শুক্রবার সন্ধ্যায় তপসিয়ায় একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। কারখানাটি দাহ্য পদার্থে ঠাসা থাকায় কয়েক মিনিটের মধ্যে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। তারপর দমকলের ১০টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তপসিয়ার সাপগাছি অটোস্ট্যান্ডের কাছে একটি পিভিসি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। ওই কারখানায় CESC বক্স থেকেই আগুন লাগে বলে দমকল সূত্রে খবর। তবে দমকলের ১০টি ইঞ্জিনের প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনও খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৭টা নাগাদ তিলজলা থানা এলাকায় পিভিসি কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। তারপর কয়েক মিনিটের মধ্যেই আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। কিন্তু, আগুনের লেলিহান শিখা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ায় পরে আরও ৬টি ইঞ্জিন আসে। তারপর দমকলের মোট ১০টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় কারখানার আগুন নেভানো সম্ভব হয়। শর্ট সার্কিট থেকেই কারখানাটিতে আগুন লেগেছিল বলে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে সমস্যা হয় বলে দমকল আধিকারিক জানান। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। ঠিক কত টাকার ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ওই কারখানা কর্তৃপক্ষ সহ আশপাশের কারখানা, দোকানেরও কিছুটা ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বর্তমানে তপসিয়া যেন জতুগৃহ! দিন আষ্টেক আগেই, গত ১৩ এপ্রিল তপসিয়ায় এক জুতোর গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। সেই আগুনে ঝলসে মৃত্যু হয় বাবা-ছেলের। একজন গুরুতর জখম হয়েছেন। সেই ঘটনার পর ফের এদিনের অগ্নিকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।