Fire: শিয়ালদা স্টেশনের কাছে ভয়াবহ আগুন, আতঙ্কে হুড়োহুড়ি

সুমন মহাপাত্র | Edited By: সঞ্জয় পাইকার

Jan 11, 2025 | 4:58 PM

Fire: ফুড কোর্টে একাধিক দোকান রয়েছে। রেস্তোরাঁ রয়েছে। সেখানে দাহ্য পদার্থ রয়েছে। ফলে দ্রুত আগুন ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। শেষমেশ আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

Fire: শিয়ালদা স্টেশনের কাছে ভয়াবহ আগুন, আতঙ্কে হুড়োহুড়ি
দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল

Follow Us

কলকাতা: শিয়ালদা স্টেশনের কাছে আগুন। শনিবার বিকেলে স্টেশনের বাইরে ফুড কোর্টে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি। শনিবার বিকেল ৪টে নাগাদ শিয়ালদা মেট্রো স্টেশন লাগোয়া ফুড কোর্টে আগুন লাগে। নামী চাইনিজ রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে খবর।

অফিস ফেরত সময়ে শিয়ালদা স্টেশন চত্বরে আগুনের জেরে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি শুরু হয়। শিয়ালদা স্টেশনে যে জায়গায় আগুন লাগে, সেখান থেকে দ্রুত আগুন ছড়াতে পারে। ফুড কোর্টে একাধিক দোকান রয়েছে। রেস্তোরাঁ রয়েছে। সেখানে দাহ্য পদার্থ রয়েছে। ফলে দ্রুত আগুন ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন দমকলকর্মীরা।

ফুড কোর্টে আগুনের জেরে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে

শিয়ালদা স্টেশনের একদম সামনে ফুড কোর্টে আগুন লাগায় ট্রেনযাত্রীদের মধ্য়েও আতঙ্ক ছড়ায়। যেখানে আগুন লাগে, তার আশপাশ দিয়ে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কীভাবে ফুড কোর্টে আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে বলে দমকলের তরফে জানানো হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে বড় ক্ষয়ক্ষতি হত বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এই খবরটিও পড়ুন

 

Next Article