Fire in Kolkata: শিয়ালদহ স্টেশনের কাছে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
Fire in Kolkata: যে এলাকায় আগুন লেগেছে সেখানে বেশ কিছু হোটেল, চায়ের দোকান রয়েছে। এলাকাও বেশ ঘিঞ্জি। সে কারণে আগুন নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে। শিয়ালদহ ব্রিজের উপরে স্টেশনের কাছে দমকলের ইঞ্জিনগুলিকে প্রথমে দাঁড়িয়ে পড়তে দেখা যায়।

কলকাতা: ফের আগুন শহরে। শিয়ালদহ স্টেশনের কাছে ব্রিজের নিচে আগুন। স্থানীয় সূত্রে খবর, স্টেশনের কাছে ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে যে ফলের বাজার রয়েছে এদিন আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ সেখানেই প্রথম আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। খবর যায় দমকলে। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন।
তবে যে এলাকায় আগুন লেগেছে সেখানে বেশ কিছু হোটেল, চায়ের দোকান রয়েছে। এলাকাও বেশ ঘিঞ্জি। সে কারণে আগুন নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে। শিয়ালদহ ব্রিজের উপরে স্টেশনের কাছে দমকলের ইঞ্জিনগুলিকে প্রথমে দাঁড়িয়ে পড়তে দেখা যায়। শেষে বড় পাইপ নিয়ে এসে আগুন নেভানোর কাজ চলে।
অন্যদিকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে যায় মুচিপাড়া থানার পুলিশ। আসে রেল পুলিশও। তাঁরাই পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনেন। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকারই একটি চায়ের দোকানে প্রথমে আগুন লাগে। চোখের পলকেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়।





