Election Commission: দ্বিতীয় স্টিফেন কোর্ট হতে পারে নির্বাচন কমিশনের অফিস, আশঙ্কা দমকলের

Election Commission office: কিছুদিন আগেই একটি অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন ছড়িয়ে পড়েছিল কমিশনের একতলায় অবস্থিত বামার লরি ডেটা সেন্টার রুমে। তারপর অফিস ঘুরে দেখে দমকল।

Election Commission: দ্বিতীয় স্টিফেন কোর্ট হতে পারে নির্বাচন কমিশনের অফিস, আশঙ্কা দমকলের

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 26, 2025 | 12:08 PM

কলকাতা: একদিকে চলছে এসআইআরের প্রস্তুতি। নির্বাচন কমিশন সূত্রে খবর, যে কোনও সময় বাংলায় শুরু হতে পারে ভোটার তালিকা পরিমার্জন। তারই মধ্যে উদ্বেগের কারণ হয়ে উঠছে কলকাতার রাজ্য নির্বাচন কমিশনের দফতর। যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। দমকল যে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন, সে কথা জানাচ্ছেন খোদ কমিশনের কর্তারাই।

কয়েক মাস আগেই নির্বাচন কমিশনের দফতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তারপর সম্প্রতি অফিস ঘুরে দেখেন দমকলের কর্তারা। তাঁদের আশঙ্কা, যে কোনও সময় দ্বিতীয় ‘স্টিফেন কোর্ট’ হতে পারে নির্বাচন কমিশনের দফতর। কমিশন অফিস ঘুরে মৌখিকভাবে এমনই আশঙ্কা প্রকাশ করেছে দমকলের। মুখ্যসচিবকে এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে কমিশনের তরফে। তারপরও কোনও আশ্বাস মেলেনি বলে সূত্রের খবর।

উল্লেখ্য, ২০১০ সালে স্টিফেন কোর্ট ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। মৃত্যু হয় অন্তত ৪৩ জনের। পুড়ে গিয়েছিল শহরের ঐতিহাসিক ওই ভবনের পাঁচ ও ছ’তলা।

গত জুন মাসেই কমিশনের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়েছিল কমিশনের একতলায় অবস্থিত বামার লরি ডেটা সেন্টার রুমে। তারপরই মুহূর্তের মধ্যে ছুটে যায় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনা হয়।নির্বাচন কমিশনের ওই বিল্ডিংয়ের এক তলায় ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ সংস্থা বামার লরি ডেটা সেন্টার। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আর তারই চার তলায় রয়েছে নির্বাচন কমিশনের অফিস।

রাজ্য নির্বাচন কমিশনের দফতর স্থানান্তরিত করার জন্য পরিকল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, লোকসংখ্যা এতটাই বেশি যে ওই দফতরে আর লোক ধরছে না। তাই অফিস বদল নিয়ে পরিকল্পনাও চলছে দীর্ঘদিন ধরে।