Bijoygarh: বিধ্বংসী আগুন বিজয়গড়ে, দাউদাউ করে জ্বলছে বাজার

Abdul Aziz | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 24, 2024 | 11:53 PM

Bijoygarh: তবে শেষ পাওয়া খবর অনুযায়ী (রাত্রি ১১.২৮) আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। বস্তুত, তবে আজ শুধু বিজয়গড় নয়, একই সঙ্গে মেডিক্যাল কলেজের এমসিএইচ বিন্ডিংয়ের আইসিসিইউ বিভাগেও আগুন লাগার ঘটনা ঘটেছিল।

Bijoygarh: বিধ্বংসী আগুন বিজয়গড়ে, দাউদাউ করে জ্বলছে বাজার
বিজয়গড়ে আগুন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: কলকাতার বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি ডেকরেটার্স সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ন’টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী (রাত্রি ১১.২৮) আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। বস্তুত, তবে আজ শুধু বিজয়গড় নয়, একই সঙ্গে মেডিক্যাল কলেজের এমসিএইচ বিন্ডিংয়ের আইসিসিইউ বিভাগেও আগুন লাগার ঘটনা ঘটেছিল।

এক নজরে দেখুন সব আপডেট (সর্বশেষ তথ্য উপরে)

  1. এ দিকে, আগুনের জেরে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কারণ যে গোডাউনে আগুন লেগেছে তার গা ঘেষে আরও একাধিক বাড়ি-ফ্ল্যাট রয়েছে। আগুনের জেরে গোডাউনের দেওয়ালেও ফাটল ধরতে শুরু করেছে। এমনকী আগুনের প্রখর তাপে পাশের বাড়ির একটি জানলার প্লাস্টিক গলে গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এলাকার কাউন্সিলর।
  2. গোডাউনের পাশেই এলাকার এক বাসিন্দার গ্যারাজ রয়েছে। তিনি টিভি ৯ বাংলাকে বলেন, “আমরা খবর পেয়েছি পৌনে দশটা নাগাদ। আমি গাড়ি ঢোকাতে গিয়ে দেখি আগুন লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে দমকল ডাকা হয়। বুঝতে পারছি না কখন আগুন নিভবে।”
  3. এ দিন, রাত্রিবেলা প্রথমে পোড়া গন্ধ পান এলাকাবাসী। তারপর দেখা যায় কোনওভাবে আগুন লেগে গিয়েছে ওই গোডাউনে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। শুধু তাই নয়, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোডাউনের দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে।
  4. স্থানীয় সূত্রে খবর, এই গোডাউনে  বাঁশ-কাঠ-কাপড় মজুত থাকত। মুলত প্যান্ডেল করার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন সেই সকল সামগ্রী মজুত থাকত এই গোডাউনে। ফলত, আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে।
  5. বিজয়গড় বাজারে রবিবার রাত্রি ৯টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর প্রথমে চারটি ও পরে পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে

Next Article
Sukhendu Sekhar Roy: দলে কি কোণঠাসা হচ্ছেন সুখেন্দু শেখর? সাংসদকে নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের
Body Recovered: পাশে পড়ে স্কুটার, তার পাশে উপুড় হয়ে পড়ে দেহ, রুবিতে চাঞ্চল্য