
কলকাতা: শহরে ফের অগ্নিকাণ্ড! লেকটাউন দক্ষিণদাঁড়িতে বহুতলে আগুন। জানা যাচ্ছে, ওই বহুতলের দোতলায় একটি স্টুডিয়ো ছিল। সেখানেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। আপাতত ওই বিল্ডিং থেকে সকলকে বার করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, দুপুরে বিল্ডিংয়ের নীচে থাকা লোকজন স্টুডিয়োর ঘর থেকে ধোঁয়া বের হতে থাকেন। স্থানীয় ব্যবসায়ীরাই খবর দেন দমকলে।
শহরে বারবার আগুন লাগার ঘটনায় এমনিতেই উদ্বিগ্ন প্রশাসন। দিঘা থেকে ফিরে সরাসরি মেছুয়ায় যান তিনি। সেখানে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীদের সতর্ক করেন মমতা। মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পর তৎপর মমতা। সারপ্রাইজ ভিজিটে যান পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিংয়ে। সেখানে ২৪ টা গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। পরে বৈঠকে বসেন প্রশাসনিক আধিকারিকরা। ৬টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেয় প্রশাসন।
ইতিমধ্যেই মেছুয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে হোটেল মালিক ও ম্যানেজারকে। হোটেল মালিকের নাম চাওলা। প্রথমে গ্রেফতার করা হয়, হোটেলের ম্যানেজারকে, তখন মালিক পলাতক ছিলেন। পরে ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় মালিককে। অনিচ্ছাকৃত খুনের ধারাতে মামলা রুজু হয়েছে তাঁদের বিরুদ্ধে।