স্ট্র্যান্ড রোডের বহুতলে ভয়াবহ আগুন, নীচেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা

স্ট্যান্ড রোডে ফের (Strand Road Fire) আগুন। সাতসকালেই বহুতলের চার তলায় আগুন লাগে।

স্ট্র্যান্ড রোডের বহুতলে ভয়াবহ আগুন, নীচেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা
স্ট্র্যান্ড রোডে আগুন
Follow Us:
| Updated on: Mar 31, 2021 | 9:54 AM

কলকাতা: স্ট্যান্ড রোডে ফের (Strand Road Fire) আগুন। সাতসকালেই বহুতলের চার তলায় আগুন লাগে। ওই বহুতলেরই নীচে রয়েছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখা, বিভিন্ন অফিস। ঘিঞ্জি এলাকায় অফিস পাড়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। হাইড্রোলিক ল্যাডার এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

ঘটনাস্থলের ছবি

বুধবার সকালে গিলান্ডার হাউসের পাশে বহুতলে আগুন লাগে। কুণ্ডলীকৃত কালো ধোঁয়ায় এলাকা ঢেকে গিয়েছে। বহুতল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নেই। তবে ভিতরে কেউ আটকে নেই বলে জানিয়েছেন দমকল কর্মীরা। আগুন লাগার সময়ে ভিতরে ছিলেন কয়েকজন নিরাপত্তারক্ষী। তাঁদেরকে বার করে আনা সম্ভব হয়েছে।

সপ্তাহ তিনেক আগেই স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে বিধ্বংসী আগুনে মৃত্যু হয় ন’জনের। মৃতদের মধ্যে ছিলেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, দমকলের চার কর্মী, পুলিশের এক অফিসার এবং আরপিএফ-এর এক জন রয়েছেন। লিফটের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের। বাকিদের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয় লিফটের বাইরে। কেন লিফট চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, তা নিয়ে একাধিক জলঘোলা হয়। তবে সেই আতঙ্কের রেশ কাটিয়ে ওঠার আগেই ফের আগুন স্ট্র্যান্ড রোডে। ঘিঞ্জি অফিস পাড়া এখন যেন জতুগৃহে পরিণত হয়েছে।