Tangra Fire: ট্যাংরায় প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন, কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Tangra Fire: দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন।

Tangra Fire: ট্যাংরায় প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন, কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
ট্যাংরায় আগুন

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 12, 2022 | 9:11 PM

কলকাতা: ট্য়াংরায় প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ ইঞ্জিন।
Key Highlights

  1. প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ হতাহত হয়নি।
  2. ৬৪ নম্বর ডি সি দে রোড ট্যাংরা থানা এলাকার একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। বেলা ১২ টা নাগাদ ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
  3. মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে থাকে। দমকলে খবর দেওয়া হলে, প্রথমে ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত
  4. পরে আরও ৬টা ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আরও ২ টো পরে আসে। গোটা এলাকা অত্যন্ত ঘিঞ্জি এলাকা। গোটা এলাকাতেই চামড়া, প্লাস্টিক, চপ্পলের কারখানা রয়েছে।
  5. দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। প্লাস্টিকের কারখানার পাশাপাশি চপ্পলের কারখানাতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরপর দুটি তিনটে কারখানার শেডগুলিতে আগুন ছড়িয়ে পড়ে।
  6. এলাকাবাসীরা এখন আগুন নেভানোর জন্য আশপাশের এলাকা থেকেও জল এনে আগুনে দিচ্ছে।
  7. কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকরা বলেছেন, আগে নিয়ন্ত্রণে আনাই প্রাথমিক লক্ষ্য। বাকিটা পরে দেখা হবে।
  8. প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।