Sector-V Fire: সাতসকালে সেক্টর-৫ এর অফিসে আগুন, আতঙ্কে সিঁটিয়ে কর্মীরা

Fire: সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ের ১১ তলায়  আগুন লাগে। ওই তলে একটি কল সেন্টার রয়েছে। অফিসের পাশেই লিফটের সার্ভিস রুমে আগুন লাগে। অফিসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার নাইট শিফট এর কর্মীরা প্রথমে পোড়া গন্ধ পান।

Sector-V Fire: সাতসকালে সেক্টর-৫ এর অফিসে আগুন, আতঙ্কে সিঁটিয়ে কর্মীরা
এই বিল্ডিংয়েই আগুন লাগে।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Apr 01, 2024 | 8:11 AM

কলকাতা: সাতসকালে সেক্টর ফাইভে আগুন। আগুন লাগল সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে। জানা গিয়েছে, সোমবার ভোরে ওই বিল্ডিংয়ের ১১ তলায় একটি কল সেন্টার অফিসের পাশে লিফটের সার্ভিস রুমে আগুন লাগে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় তিনটি ইঞ্জিন, কিছু সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হনননি, তবে হঠাৎ আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ওই বিল্ডিং ও আশেপাশে।

সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ের ১১ তলায়  আগুন লাগে। ওই তলে একটি কল সেন্টার রয়েছে। অফিসের পাশেই লিফটের সার্ভিস রুমে আগুন লাগে। অফিসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার নাইট শিফট এর কর্মীরা প্রথমে পোড়া গন্ধ পান। লক্ষ্য করেন যে সার্ভিস রুম থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এরপরেই আগুনের ফুলকিও দেখা যায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে।

খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ইতিমধ্যেই বিল্ডিংয়ের কর্মীরা মজুত রাখা স্মোক স্প্রে করে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। দমকল এসে বাকি আগুন আগুন নেভায়। বর্তমানে বিল্ডিংয়ের লিফ্ট বন্ধ রয়েছে। কী কারণে আগুন লাগে, তা এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল বাহিনী।

বিল্ডিংয়ের ফেসিলিটি ইনচার্জ প্রিয়াঙ্কা কর জানান, রাতে ডিউটিতে থাকা কর্মীরাই ভোরবেলায় প্রথম লক্ষ্য করেন যে আগুন লেগেছে। এরপরেই তারা দমকলে খবর দেন। নিজেরাও ফোম স্প্রে করেন। দমকল আসার আগেই মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আপাতত লিফট রাখা হয়েছে। দমকল কাজ শেষ করলেই তা চালু করার চেষ্টা করা হবে।