Narkeldanga Fire: ভয়াবহ আগুনে জ্বলছে নারকেলডাঙা, পুড়ে খাক একের পর এক ঝুপড়ি
Narkeldanga Fire: সম্প্রতি, মহেশতলা, গড়িয়াহাট, ট্যাংরা সহ বিভিন্ন স্থানে আগুন লাগার খবর প্রকাশ্যে এসেছিল। সেই রেশ কাটতে না কাটতেই আরও একবার আগুনের ঘটনা।

ভয়াবহ আগুনে জ্বলছে নারকেলডাঙাImage Credit: Tv9 Bangla
নারকেলডাঙা: দাউদাউ করে জ্বলছে চারপাশ। কালো ধোঁয়ায় ঢকেছে গোটা এলাকা। আগুনের বীভৎস লেলিহান শিখায় ছেয়েছে গোটা আকাশ। ফের একবার কলকাতায় ভয়াবহ আগুন। এবারের ঘটনাস্থল নারকেলডাঙার রেলকোয়ার্টার বস্তি। সম্প্রতি, মহেশতলা, গড়িয়াহাট, ট্যাংরা সহ বিভিন্ন স্থানে আগুন লাগার খবর প্রকাশ্যে এসেছিল। সেই রেশ কাটতে না কাটতেই আরও একবার আগুনের ঘটনা।
সর্বশেষ তথ্য উপরে…
- জানা যাচ্ছে, এই ঝুপড়িগুলিতে তুলো-কাগজ-বস্তা-লোহা ভাঙা সহ প্রচুর বর্জ্য পদার্থ মজুত ছিল। যার ফলে আগুন লাগতেই তা তীব্রতর হয়। একটি গাড়িতেও আগুন লেগে যায়। পুড়ে খাক সেই গাড়ি।
- এ প্রসঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “প্রথম থেকে খবর পেয়েছি। কাজও হচ্ছে ওইখানে।ওইখানে দশটি ইঞ্জিন রয়েছে। আগুন আর বাড়বে না। আমাদের সিনিয়র অফিসার রয়েছেন। এখন কাজ হচ্ছে। দাহ্য পদার্থ থেকে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। তুলো-কাগজ আছে। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।”


- স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, “এক ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত। আগুন নেভেনি। প্রচুর বাড়ি আছে এখানে গুনে শেষ করতে পারবেনা। জানা যাচ্ছে কার্টুনের গোডাউন থেকে আগুন লেগেছে।”
- এলাকাবাসীর অভিযোগ, অনেকক্ষণ আগেই খবর দেওয়া হয়েছিল দমকলকে। কিন্তু তারা আসতে দেরি করেছে। শেষে আগুন নেভাতে নিজেরাই হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা। জলের পাইপ এনে আগুন নেভাচ্ছেন তাঁরা।
- শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছছে দমকলের দশটি ইঞ্জিন। যেহেতু এলাকাটি ঘিঞ্জি, সেই কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে গিয়েছে। যা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে।
- আগুন ধরে গিয়েছে তা বুঝতে বাকি ছিল না কারও। প্রাথমিকভাবে অনুমান সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক ঝুপড়ি।
- এ দিন স্থানীয় বাসিন্দাদের প্রথমে নজরে আসে। পোড়া পোড়া গন্ধ। তারপরই দেখা যায় আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
