
কলকাতা: সকালে খড়দহে ভয়াবহ আগুন লেগেছিল। আর এবার একটি লাইটের গোডাউনে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকায়। পড়ে দমকলের ছটি ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই আগুন ঘিরে বেড়েছে এলাকাবাসীদের ক্ষোভ।
ঘটনাটি ৬ সি পণ্ডিতিয়া রোডে। সেখানে আজ অর্থাৎ মঙ্গলবার রাত্রি সাড়ে দশটা নাগাদ আগুন লাগে। জানা যাচ্ছে আগুন ধরে যায় একটি লাইটের গোডাউনে। ভিতরে একজন আটকে থাকার খবর মেলে। পরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। দ্রুত পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। ছটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যাচ্ছে, পাড়ায় মধ্যে সরু রাস্তা। আর লাইটের ওই গোডাউনি গড়ে উঠেছিল এক বসতির মধ্যে । একটি বাড়ির দোতলায় ছিল এই লাইটের গোডাউনটি। আজ বড়সড় ঘটনা ঘটতে পারতে বলে অনুমান করছেন এলাকাবাসী। এক বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা বলেন, “এটা একটা পাড়া। সেখানে একটি বিল্ডিয়ের উপর নাকি তৈরি হয়ে গিয়েছে কারখানা। কীভাবে তৈরি হল? কে অনুমতি দিল? এটা নিয়ে অনেক অভিযোগ জানিয়েছি। তারপরও কোনও কাজ হয়নি। কেউ কিচ্ছু করতে পারবে না।” ঘটনাস্থলে পৌঁছন ডেপুটি মেয়র অতীন ঘোষও। তিনি বলেন, “শুনলাম একটা আলো কারখানায় আগুন ধরে গিয়েছে। সেটা থেকেই আগুন ধরেছে। শুনছি দোতলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কারখানা বন্ধ হচ্ছে। আইন অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা নেব।”