Baguiati Bus burn: ভরদুপুরে আচমকা বাগুইআটিতে সরকারি AC বাসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

Kolkata: সোমবার ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বাগুইআটি জোড়ামন্দির এলাকায়। সেখানে সল্টলেক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল সরকারি ওই এসি বাসটি। তবে গাড়িতে যাত্রীরা ছিলেন না। আচমকাই বাসটিতে আগুন লেগে যায়।

Baguiati Bus burn: ভরদুপুরে আচমকা বাগুইআটিতে সরকারি AC বাসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ
বাসে আগুনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 08, 2025 | 2:22 PM

কলকাতা: রাজপথে দাউদাউ করে জ্বলছে সরকারি বাস। আচমকাই আগুন লেগে যায় ওই বাসে। যাত্রী না থাকার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। এ দিকে, বাসটিকে জ্বলতে দেখে দাঁড়িয়ে পড়ে বাকি সব গাড়ি। শুরু হয়ে যায় প্রবল হইচই।

সোমবার ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বাগুইআটি জোড়ামন্দির এলাকায়। সেখানে সল্টলেক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল সরকারি ওই এসি বাসটি। তবে গাড়িতে যাত্রীরা ছিলেন না। আচমকাই বাসটিতে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলে যায় গোটা বাস। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কী থেকে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

এর আগে বিমানবন্দর এলাকায় SBSTC বারাসত-গড়িয়া রুটের চলন্ত বাসে আগুন লেগে গিয়েছিল। বাসটি কলকাতা মুখি লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিং-এর সামনে আসতেই হঠাৎ করেই শর্ট-সার্কিট হয়ে যায়। মুহূর্তেই সেই আগুন কার্যত ছড়িয়ে পড়ে। সেই সময় বাসটির ভিতরে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী ছিলেন। আগুন লাগার খবর জানতে পেরেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা। নামিয়ে আনা হয়েছিল যাত্রীদেরও। সেই ঘটনায় পর আবারও সরকারি বাসে আগুন লাগার ঘটনা ঘটল।