কলকাতা: শহরের বুকে আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ড। সোমবার সন্ধ্যায় আগুল লাগে বড়বাজারের একটি গুদামে। প্রথমে দমকলের ৭ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তী সময়ে আরও ৩ টি ইঞ্জিন নিয়ে আসা হয়। দমকলের মোট ১০ টি ইঞ্জিন আগুনের বিরুদ্ধে লড়াই চালায়। ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। সূত্রের খবর, ওই গুদামে একাধিক দাহ্য পদার্থ রয়েছে যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। ফিরহাদ হাকিম জানিয়েছেন, “এই জায়গায় রাসাসনিকের কাজ হয়। উপরে রাখি তৈরি হত। দমকল এখনও ঢুকতেই পারেনি। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।” এরপর রাত সওয়া ১০ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
প্রাথমিকভাব আগুন লাগার কারণ কী তা এখনও জানা যায়নি। তবে গুদামটির দোতলায় প্রথমে আগুন লাগে বলে খবর সূত্রের। আগুনের ঘটনায় প্রাণহানীর কোনও ঘটনা ঘটেনি। দমকল কর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘিঞ্জি এলাকার কারণে এখনও পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছতেও সময় লাগে। আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে মমতা, নারদ মামলায় হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবেদন
ঘটনাস্থলে এসে হাজির হন দমকলমন্ত্রী সুজিত বসু। এরপর গ্যাস কাটার ব্যবহার করে গুদাম ঘরের শাটার কেটে ভিতরে ঢোকা। প্রায় তিন ঘণ্টা ধরে জ্বলে আগুন। সুজিত বসুও এলাকা পরিদর্শন করে তিনি জানান, আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হাইড্রোলিক ল্যাডার এনে আগুন নেভানোর কাজ চালানোয় সুফল মেলে। রাত ১০ টা পেরোতেই আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানায় দমকল বিভাগ।
আরও পড়ুন: আলাপনের জবাবে মোটেই সন্তুষ্ট নয় কেন্দ্র, তদন্তের নির্দেশ প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে