কলকাতা: ভর সন্ধ্যায় চাঁদনিতে আগুন। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় ৮ নম্বর মদন স্ট্রিটে ই-মলের ঠিক পাশে একটি অফিস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই দেখা যায় দাউদাউ করে জ্বলছে অফিসের একটি ঘর। ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা বেজে ৪০ মিনিট। আগুন লাগার খবর চাউর হতেই ব্য়াপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর যায় পুলিশে, দমকলে। আসে দমদলের ৬টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় গাড়ি নিয়ে ওই অফিসের কাছে আসতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।
যদিও শেষ পর্যন্ত দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। কিন্তু, কী কারণে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। এমনকী অফিসে কোনও অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কি না তাও খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
অন্যদিকে এদিনই আবার ভাটপাড়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের শ্যামনগর আদর্শ পাড়ায় একটি গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। গেঞ্জি কারখানার মালিক বিনোদ চন্দ্র দাস জানাচ্ছে, অনেক দামি মেশিন, গেঞ্জি তৈরির সরঞ্জাম ছিল কারখানায়। সব মিলিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ ১৫ থেকে ১৬ লক্ষ টাকা। তবে এখানেও হতাহতের কোনও খবর নেই।