কলকাতা: উৎসবের কলকাতায় (Kolkata) চলল গুলি। পঞ্চমীর সন্ধ্যায় রেড রোডে গুলি চলার অভিযোগ উঠেছে। বাস্কেট ক্লাবের কাছে এই গুলি চলে বলে অভিযোগ। ইতিমধ্যেই ময়দান থানায় এ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ময়দান থানা এলাকায় গুলি চলার একটি অভিযোগ আসে। রেড রোডের উপরে একেবারে মোহনবাগান ক্লাবের পাশেই অবস্থিত একটি বাস্কেট বল ক্লাবে এই গুলি চলে বলে অভিযোগ। সেখানে সেই সময় কোচিং চলছিল। কোচ বেশ কয়েকজন ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিচ্ছিলেন সেই সময়।
ওই কোচেরই অভিযোগ, সেই সময় বাইকে চেপে দু’জন আসে। ক্লাবে ঢুকে তাঁরা কোচকে বলেন, প্রয়োজনীয় কিছু কথা আছে। ওই দুই যুবকও কোচিংয়ে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন বলেই অভিযোগ কোচের। তারপরই দুই যুবকের একজন হঠাৎই শূন্যে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। এদিকে গুলি চালিয়েই ওই দু’জন পালিয়ে যায়।
ঘটনার বিস্তারিত জানিয়ে এরপরই ময়দান থানার দ্বারস্থ হন অভিযোগকারী। সঙ্গে সঙ্গে থানার তদন্তকারী আধিকারিকরা ওই ক্লাব চত্বরে পৌঁছন। তদন্তও শুরু করেন। কিন্তু প্রাথমিক ভাবে পুলিশের বক্তব্য, কোনও গুলি চলার প্রমাণ এখনও তাদের হাতে আসেনি।
অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটে বলে অভিযোগ, সেখান থেকে এখনও অবধি কোনও গুলির কোনও খোল বা কিছু পাওয়া যায়নি। কিন্তু গুলি চললে তা পড়ে থাকার কথা বলেই পুলিশ সূত্রে খবর। এরপরই প্রশ্ন উঠছে, কোচ কেন এমন অভিযোগ করলেন? কারা এসেছিল সেখানে? কেনই বা শূন্যে গুলি চালাল? আর যদি গুলি চলে থাকে তা হলে তার কোনও প্রমাণ কেন সেখানে নেই?
এমনিতেই রেড রোড অত্যন্ত কড়া নজরদারিতে থাকা এলাকা। প্রত্যেকটি মোড়ে মোড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। সমস্ত অভিযোগ তাই খতিয়ে দেখা হচ্ছে। এরপরই আসল বিষয়টি সামনে আসবে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: Durga Puja 2021: লোহার ঢাকের তালেই এবার দুলছে কোমর, বাজার গরম কাটোয়ার শিল্পীর