Firhad Hakim: ‘এগুলো গিমিক রাজনীতি’, বিজেপি-র গঙ্গা আরতি নিয়ে প্রতিক্রিয়া ফিরহাদের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 10, 2023 | 8:00 PM

Firhad Hakim: এ দিনের, ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বলেন, "গিমিক রাজনীতি করার কী আছে? একদিন গঙ্গা আরতি করে কী হবে?"

Firhad Hakim: এগুলো গিমিক রাজনীতি, বিজেপি-র গঙ্গা আরতি নিয়ে প্রতিক্রিয়া ফিরহাদের
গঙ্গা আরতি নিয়ে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া

Follow Us

কলকাতা: গঙ্গা আরতিকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর পারদ চড়ছিল বাবুঘাটে। পুলিশের অনুমতি ছাড়াই বাজা কদমতলা ঘাটে গঙ্গা আরতি করে বঙ্গ বিজেপি। তবে সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে সেখানে। মঙ্গলবার দুপুর থেকে বাবুঘাটের কাছে পদ্ম সমর্থকদের ভিড় বাড়তেই তাঁদের সরিয়ে দেয় পুলিশ। দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। গ্রেফতার করা হয় বিজেপি নেতা সজল ঘোষ, গোপাল সরকারদের মতো তাবড় নেতৃত্বরা। এ দিনের, ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বলেন, “গিমিক রাজনীতি করার কী আছে? একদিন গঙ্গা আরতি করে কী হবে?”

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন কলকাতার মেয়র। তিনি বলেন, “গিমিক রাজনীতি করছে বিজেপি। যেখানে কলকাতা কর্পোরেশনের উপর দায়িত্ব আছে, সব কিছুর প্রস্তুতি তৈরিও হয়ে গিয়েছে, সেখানে একদিন গঙ্গা আরতি করে কী হবে? এগুলো গিমিক রাজনীতি। এই সব করছে বলেই বিজেপির ভবিষ্যত নেই।”

উল্লেখ্য, আজ গঙ্গা আরতিকে কেন্দ্র করে পুলিশ বিজেপি  সংঘাত বাধে। বিজেপির গঙ্গা আরতির কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশের। এদিকে নিজের অবস্থানে অনড় গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির তরফে মঙ্গলবার বাজা কদমতলা ঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। সেইখানেই পুলিশ ও গেরুয়া কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। বিজেপি নেতা সজল ঘোষকে টেনে হিঁচড়ে নিয়ে গাড়িতে তোলে পুলিশ। আটক করা তাঁকে। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা গোপাল সরকারকেও আটক করা হয়। তাঁদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

এরপর বিকেলে ওই ঘাট থেকে একটু দূরে গঙ্গা আরতি করতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। অনুমতি না থাকলেও পুলিশের চোখে ‘ধুলো’ দিয়ে অন্য ঘাটে এই গঙ্গা আরতির (Ganga Arati) আয়োজন করা হয়। আরতি শেষে সুকান্ত বলেন, “আমরা বোঝাতে চাই পুলিশ যদি ডালে ডালে চলে তবে আমরা পাতায় পাতায় চলি।”

Next Article