কলকাতা: ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠান ঘিরে চরমে রাজনৈতিক তরজা। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী ঘিরে ‘রাজনীতির’ অভিযোগ তুললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পুরমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, “রামকে রাস্তায় নামিয়ে এনেছে বিজেপি। নোংরা রাজনীতি এটা।”
শনিবার ২৩ জানুয়ারি উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতিমন্ত্রক। সেখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা মঞ্চে উঠতেই দর্শকাসন থেকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি ওঠে। বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমার মনে হচ্ছে সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিত। এটা কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। সাধারণ মানুষের অনুষ্ঠান। আমি প্রধানমন্ত্রী এবং সংস্কৃতিমন্ত্রকের কাছে কৃতজ্ঞ কলকাতায় এই অনুষ্ঠান করার জন্য। কিন্তু কাউকে আমন্ত্রণ করে তাঁকে বেইজ্জত করা আপনাদের শোভা দেয় না। আমি এই ঘটনার প্রতিবাদে কোনও বক্তব্য রাখছি না। জয় হিন্দ। জয় বাংলা।”
রবিবার চেতলায় এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, “নিজেদের সব লাল চুল কানে দুল যুবকদের ঢুকিয়েছিল। এরা ওই জায়গায় প্রবেশের অনুমতি পায় কীভাবে। রামকে রাস্তায় নামিয়ে এনেছে এনেছে এই বিজেপি দল। নোংরা রাজনীতি। যারা কাল এই অনুষ্ঠানের আয়োজন করেছিল তারা কোনওভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না।” যদিও ইতিমধ্যেই মমতার ‘ভূমিকা’ নিয়ে পাল্টা ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। বিশ্ব হিন্দু পরিষদও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে।
इस समय जब संपूर्ण देश #श्रीराम_जन्मभूमि_निधि_समर्पण_अभियान से राममय हो चुका है। बंगाल की जनता का ममता दीदी द्वारा यह अपमान, नहीं सहेगा हिंदुस्तान।#ममता_दीदी_को_जयश्रीराम
— विनोद बंसल (@vinod_bansal) January 24, 2021
বিজেপির আইটি সেলের প্রধান তথা এ রাজ্যে দলের কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক অমিত মালব্য এদিন টুইটে লেখেন, “প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার সময় যেমন জয় শ্রী রাম স্লোগান শোনা গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার সময়ও একই স্লোগান শোনা গিয়েছে। কিন্তু শুধু পিসিই অপমানিত হলেন। উনি রাজ্য সরকারের অনুষ্ঠান মঞ্চে উঠে কলমা পড়তে পারেন, কিন্তু জয় শ্রী রাম স্লোগানে ওনার অসুবিধা।”
আরও পড়ুন: নন্দীগ্রামে ‘প্রার্থী’ মমতার ভোট প্রচারে বিশেষ ‘টিম’ তৃণমূলের
অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈনের প্রতিক্রিয়া, ‘জয় শ্রী রাম ধ্বনি শুনলে রাবণ অপমানিত বোধ করত। এখন একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তিকেও পাওয়া গিয়েছে। আপনার হারের এত ভয় যে জাতির আত্মাকে অপমান করছেন? মমতাজী রাম ভারতের আত্মা। তার নাম উচ্চারণে শুধু ভারতই নয়, গোটা বিশ্ব গর্ব বোধ করে।’
Slogans were raised when Mamata Banerjee got up to speak just the way they were when PM took stage.
But only Pishi took offence!
She can recite kalmas in WB Govt’s programs but has problem with Jai Shree Ram!
She, sadly, used the occasion to further her sectarian politics. pic.twitter.com/6P8vtU5uid
— Amit Malviya (@amitmalviya) January 24, 2021
অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনশাল টুইটে লেখেন, “এই সময় যখন গোটা দেশ শ্রীরাম জন্মভূমি নিধি সমর্পণ অভিযানে রামময় হয়ে গিয়েছে। মমতাদিদির দ্বারা বাংলার মানুষের এই অপমান, সহ্য করবে না হিন্দুস্তান।”