Firhad Hakim: ‘শিক্ষাক্ষেত্রে যা হয়েছে, তা অন্যায়, আমরা অত্যন্ত লজ্জিত’, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ফিরহাদ

SSC Scam: ফিরহাদ হাকিম বললেন, "শিক্ষাক্ষেত্রে যা হয়েছে, তাতে আমরা অত্যন্ত লজ্জিত। অন্যায় হয়েছে।"

Firhad Hakim: শিক্ষাক্ষেত্রে যা হয়েছে, তা অন্যায়, আমরা অত্যন্ত লজ্জিত, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ফিরহাদ
ফিরহাদ হাকিম (ছবি সৌজন্যে - মন্ত্রীর ফেসবুক)

| Edited By: Soumya Saha

Jan 01, 2023 | 4:48 PM

কলকাতা: ফের একবার রাজ্যের শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বললেন, “শিক্ষাক্ষেত্রে যা হয়েছে, তাতে আমরা অত্যন্ত লজ্জিত। অন্যায় হয়েছে।” রবিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের (TMC Foundation Day) এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এদিন চেতলায় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন কলকাতার মেয়র। সঙ্গে অবশ্য তিনি আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি আশ্বাসের বাণী দিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায়ের পক্ষে। যোগ্য প্রার্থীরা সবাই চাকরি পাবেন।”

রবিবার চেতলায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে ফিরহাদ হাকিম দরিদ্র মানুষদের হাতে সেলাই মেশিন তুলে দেন। পাশাপাশি বিশেষভাবে সক্ষম মানুষদের সাইকেলও উপহার দেন। এর পাশাপাশি পড়ুয়াদের জন্য ল্যাপটপ ও দুঃস্থদের জন্য কম্বল বিতরণও করা হয়। ফিরহাদ হাকিম বললেন, “মানুষের পাশে থাকা, মানুষের সেবা করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। এই আদর্শের উপর নির্ভর করে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলেছে। আগামী দিনেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, তাঁর দেখানো পথ ধরে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের স্বার্থে কাজ করবে।”

পাশাপাশি এদিন ফের একবার জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বিজেপিকে একহাত নেন কলকাতার মেয়র। বললেন, “রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে যারা জয় শ্রীরাম বলে, তারা আসলে ছ্যাবলামি করে। শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা-সম্মান জানাতে হলে মন্দিরে গিয়ে শুদ্ধাচারে তাঁর নাম নেওয়া উচিত। পুজোর ঘরে শ্রীরামচন্দ্রের নাম নেওয়া উচিত।” সম্প্রতি বন্দে ভারতের উদ্বোধনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিজেপি কর্মীদের একাংশের জয় শ্রীরাম স্লোগান সম্পর্ক প্রতিক্রিয়া দিতে গিয়েও এই ‘ছ্যাবলামি’ তত্ত্ব তুলে ধরেছিলেন ফিরহাদ।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রস্তুতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, “বিজেপি এর আগেও ইস বার দু’শো পার বলেছিল। শেষ পর্যন্ত ওরা পগার পার হয়ে গিয়েছিল। তাই ওদের নিয়ে বেশি ভাবার কোনও কারণ নেই। প্রতিটি নির্বাচনের আগেই ৪০-৫০ টা করে সভা করে ওরা। ওদের কিছু পেড ওয়ার্কার আছে। ঘাবড়ানোর কিছু নেই। ওরা এখন থেকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করুক, তাতে কিছু এসে যায় না। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের হয়ে কাজ করে। তাই মানুষই তাদের ক্ষমতায় রেখে দেয়।”