এই কোড না থাকলে ভ্যাকসিন নেবেন না, টিকা সঙ্কটের মাঝেই সতর্কবার্তা ফিরহাদের

ঋদ্ধীশ দত্ত |

Jun 30, 2021 | 8:06 PM

Covid 19 Vaccine Kolkata: ভাঁড়ারে টিকা কম থাকলেও এখনই 'গেল গেল রব' তোলার মতো কিছু হয়নি বলেই এ জানিয়েছেন তিনি

এই কোড না থাকলে ভ্যাকসিন নেবেন না, টিকা সঙ্কটের মাঝেই সতর্কবার্তা ফিরহাদের
ছবি-PTI

Follow Us

কলকাতা: রাজ্যে ভ্যাকসিনের সঙ্কট রয়েছে। বুধবার আরও একবার স্বীকার করে নিলেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম। সেই কারণেই আপাতত দু’দিন কলকাতায় শুধুমাত্র দ্বিতীয় ডোজ়ের প্রাপকদের টিকা দেওয়া হচ্ছে। যদিও ভাঁড়ারে টিকা কম থাকলেও এখনই ‘গেল গেল রব’ তোলার মতো কিছু হয়নি বলেই এ জানিয়েছেন তিনি। তবে কেন্দ্রীয় সরকার কম ভ্যাকসিন পাঠানোর কারণেই যে এই পরিস্থিতি তৈরি হয়েছে সে কথাও জানাতে ভোলেননি। একই সঙ্গে প্রতারণার থেকে বাঁচতে কী কী করা উচিত তাও বলেছেন।

শহরে ভ্যাকসিনের আকাল নিয়ে ফিরহাদ এ দিন ব্যাখ্যা দিয়ে বলেন, “যারা হাটে বাজারে বসেন (সুপার স্প্রেডার) কিন্তু কলকাতায় থাকেন না, তাঁরাও কলকাতায় ভ্যাকসিন নিচ্ছেন। এখানে সেন্টারের সংখ্যা বেশি হওয়ায় পার্শ্ববর্তী জেলার অনেক মানুষ সুবিধামতো কলকাতায় এসে ভ্যাকসিন নিয়ে যাচ্ছেন। তাই কলকাতা পুরসভা শুধু শহরের মানুষকে ভ্যাকসিন দিচ্ছে না। বাইরেই লোকরাও সুবিধা পাচ্ছেন। আমরা তো আর বলতে পারি না যে কলকাতার মানুষ ছাড়া ভ্যাকসিন দেব না।”

এর পাশাপাশি ভুয়ো টিকাকরণের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা নিশ্চিত করতে এখন থেকে ভ্যাকসিন নেওয়া সময় সিভিসি নম্বর দেখে তবেই টিকা নেওয়ার নির্দেশ দেন ফিরহাদ হাকিম। কী এই সিভিসি নম্বর? যে যে টিকা ক্যাম্পগুলি কেন্দ্রীয় সরকারের কো-উইন পোর্টালে নথিভুক্ত, তাদের একটি নির্দিষ্ট নম্বর রয়েছে। এই নম্বর বা কোডকেই সিভিসি বলা হয়। কো-উইন পোর্টালে স্লট বুক করলে বা পুরসভার স্লট বুকিং নম্বরে এসএমএস করলে এই সিভিসি নম্বর দিয়ে দেওয়া হবে। কোনও ক্যাম্পের সিভিসি নম্বর না থাকলে সেখানে টিকা না নেওয়ার পরামর্শ দেন ফিরহাদ।

CVC ID এরকম দেখতে হয়।

কোথায় গেলে জানতে পারবেন সিভিসি বা কমন ভ্যাকসিনেশন সেন্টার কোড? স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। www.health.gov.in – এ গিয়ে অ্যাক্টিভ কোভিড ভ্যাকসিনেশন সেন্টারে ক্লিক করলে একটি পেজ খুলবে। তাতে জেলা, ব্লক, ওয়ার্ড, বরো নম্বর দিলে আপনার ওয়ার্ডের শিবিরটি স্বাস্থ্য দফতর অনুমোদিত কিনা জানা যাবে।

আরও পড়ুন: লোকসভার স্পিকারকে নালিশ কেন? অধ্যক্ষকে ধনখড় লিখলেন, ‘রাজ্যপাল পদের অবমাননা করছেন’

তিনি আরও জানিয়েছেন, ভ্যাকসিন যেই মত আসবে সেইমতো শহরের নাগরিকদের দেওয়া হবে। রাজ্য স্বাস্থ্য সচিবের সঙ্গে এ ব্যাপারে কথা বলা হচ্ছে। তবে কাল ডক্টরস ডে উপলক্ষে টিকা প্রদান বন্ধ থাকবে সবকটি কেন্দ্রে। তবে শুক্রবার যদি ভ্যাকসিন হাতে আসে তবেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। চেষ্টা করা হচ্ছে সোমবার থেকে স্বাভাবিক করার। অর্থাৎ শনিবার রবিবার ভ্যাকসিন বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা ফের হাইকোর্টে যেতেই চটলেন মমতা, বললেন, ‘এটা অন্যায়’

 

 

 

Next Article