Dilip Ghosh: দিলীপ পার্টি ছেড়ে দিক, তারপর আমরা বিচার করব : সৌগত রায়

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 24, 2022 | 8:21 PM

Dilip Ghosh: সোমবার বিজেপির দলীয় কার্যালয় হেস্টিংসে দিলীপের অনুপস্থিতি নিয়েও শোনা যায় নান জল্পনা। এবার দিলীপ ইস্যুতে মুখ খুলতে দেখা গেল সৌগত রায়কে।

Dilip Ghosh: দিলীপ পার্টি ছেড়ে দিক, তারপর আমরা বিচার করব : সৌগত রায়
আক্রমণে সৌগত

Follow Us

কলকাতা: কয়েকদিন আগেই তৃণমূল-সিবিআই (Trinamool CBI) সেটিং নিয়ে নিয়ে সরব হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ। যা নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর চর্চা হয়। সূত্রের খবর, সিবিআই ইস্যুতে কথা বলার ক্ষেত্রে ইতিমধ্যেই দিলীপ ঘোষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। অন্যদিকে রাজনৈতিক মহলে দলের মধ্যেই দিলীপের অবস্থান নিয়েও নানা জল্পনা শোনা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে। পাশাপাশি সোমবার বিজেপির দলীয় কার্যালয় হেস্টিংসে দিলীপের অনুপস্থিতি নিয়েও শোনা যায় নান জল্পনা। এই প্রেক্ষাপটে এবার দিলীপ ঘোষ নিয়ে মন্তব্য করতে দেখা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়কে (Saugata Roy)।       

সৌগতর সাফ দাবি, “দিলীপ পার্টি ছেড়ে দিক, তারপর আমরা বিচার করব”। সৌগত আরও বলেন, “দিলীপবাবু ওর দল বিজেপি সম্বন্ধে হতাশ। তিনি সেই জন্য কখনও সিবিআইয়ের সমালোচনা করছেন, কখনও অন্য নেতাদের সমালোচনা করছেন। এটা আমাদের পক্ষে আনন্দের খবর। উনি  আগে ওদের পার্টি ছেড়ে দিন, তারপর আমরা ওনাকে নিয়ে বিচার করব।” তাঁর এ মন্তব্য নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। এদিকে আবার মালদহ থেকে মদনকে বলতে শোনা যায়, “অভিষেকের কাছেই গোটা দেশ থেকে ২৫ জন এমপির লিস্ট জমা পড়েছে। দরজা খুলে দিলে এখন বিজেপি ফাঁক হয়ে যাবে। চিকিং ফাঁক।” 

কয়েকন আগেও দিলীপের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা গিয়েছিল সৌগতকে। তাঁকে বলতে শোনা যায়, “ওকে তো দল রাজ্যের সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। ওকে নিয়ে অভিযোগ আছে, উনি তৃণমূলের সঙ্গেও যোগাযোগ রাখছিলেন নির্বাচনের আগে এবং নির্বাচনের মধ্যে।” তাঁর এ মন্তব্য নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতর শুরু হয়েছিল। তবে কী শীঘ্রই দল ছাড়ছেন দিলীপ? এ প্রশ্নের উত্তরে যদিও বিজেপির দাপুটে নেতার জবাব, “দলে ছিলাম। দলেই আছি। বিজেপি ছাড়ার প্রশ্নই নেই।” 

Next Article