Kolkata Flight: ফিরতেই পারল না কলকাতার বিমান, ঘণ্টার পর ঘণ্টা বসে যাত্রীরা

Kolkata Airport: মঙ্গলবার রাতেই সানফ্রান্সিসকো থেকে মুম্বইগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান যান্ত্রিক ত্রুটির জন্য বাতিল হয়ে যায়। কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পরও বিমানেই পাঁচ ঘণ্টা বসেছিলেন যাত্রীরা।

Kolkata Flight: ফিরতেই পারল না কলকাতার বিমান, ঘণ্টার পর ঘণ্টা বসে যাত্রীরা
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 18, 2025 | 9:37 PM

ভুবনেশ্বর: ঠিক সাতদিন আগেই আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। যেভাবে ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছে, তা দেখে শিউরে উঠেছে গোটা দেশ। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ওই ঘটনার পর থেকে গত এক সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে একাধিক বিমান বাতিল করা হয়েছে। বুধবারই ফের একবার বড়সড় বিপদ এড়াল কলকাতাগামী একটি বিমান।

এদিন বিকেল ৪টে ২০ মিনিটে ভুবনেশ্বর থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ইন্ডিগো বিমানের। ৬ই ৬১০১ বিমানটি কলকাতার দিকে রওনা হওয়ার জন্য ট্যাক্সিবে থেকে রানওয়ের দিকে এগিয়ে যায়। কিন্তু তারপর আর উড়তে পারেনি ওই বিমান। প্রায় ৫ ঘণ্টা কেটে গেলেও সেই বিমানেই বসে আছেন যাত্রীরা।

জানা গিয়েছে, পাখির ধাক্কার কারণে বিমানটি উড়তে পারেনি বিমানটি। কখন সব পরীক্ষা করে আবার বিমান উড়বে, তা জানা যায়নি ভুবনেশ্বর বিমানবন্দর সূত্রে।

মঙ্গলবার রাতেই সানফ্রান্সিসকো থেকে মুম্বইগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান যান্ত্রিক ত্রুটির জন্য বাতিল হয়ে যায়। কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পরও বিমানেই পাঁচ ঘণ্টা বসেছিলেন যাত্রীরা। ত্রুটি মেরামত না হওয়ায় পরে যাত্রীদের নামিয়ে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। বুধবার পর্যন্ত বিমান ঠিক না হওয়ায় অন্য বিমানে যাত্রীদের মুম্বই যাওয়ার ব্যবস্থা করা হয়।