কলকাতা: শিয়রে দানা। বাড়ছে ভয়। দুর্যোগ মোকাবিলায় তৎপর প্রশাসন। হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার রাতের মধ্যেই বাংলা ও ওড়িশা উপকূলের মাঝে আছড়ে পড়তে পারে বিধ্বংসী দানা। সেই পূর্বাভাসের মধ্যেই বৃহস্পতিবার রাত আটটা থেকে শিয়ালদহ স্টেশনে সমস্ত লোকাল ট্রেনের চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। তবে মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। কিন্তু, কোনও ঝুঁকি নিতে নারাজ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। দানা আতঙ্কে ২৪ তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে উড়ান পরিষেবা।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ২৫ তারিখ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বিমান ওঠানামা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের কারণেই আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে এরইমধ্যে দানা আছড়ে পড়ার আগে ৯ জেলার জেলাশাসককে নিয়ে বিকেলে জরুরি বৈঠক সারলেন মুখ্যসচিব। বিশেষ করে সমুদ্রের উপকূলবর্তী এলাকায় সমুদ্রের কাছাকাছি এলাকা থেকে মানুষকে সরিয়ে শিবিরে রাখার কাজ নিয়ে পর্যালোচনা করেন। জেলায় জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। রাজ্যস্তরেও রয়েছে কন্ট্রোল রুম।