Messi Kolkata Tour: মেসিকে দেখার উত্তেজনায় সারা রাত ঘুমই হল না অনেকের! হাজির শাহরুখও

GOAT Tour in Kolkata: আট থেকে আশি, আজ গোটা কলকাতা যেন মেসি জ্বরে আক্রান্ত। ১৪ বছর পর শহরে পা রেখেছেন বিশ্বজয়ী তারকা। মাঝরাতে তাঁর ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বাইরে তখন থিকথিক করছে ভিড়। কে বলবে, এটা ডিসেম্বরের মাঝ রাত। মেসিকে এক ঝলক দেখতে ভক্তদের ঢল নেমেছিল বিমানবন্দরে।

Messi Kolkata Tour: মেসিকে দেখার উত্তেজনায় সারা রাত ঘুমই হল না অনেকের! হাজির শাহরুখও
কলকাতায় মেসি ম্যাজিক।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 13, 2025 | 11:43 AM

কলকাতা: অন্যদিন সকাল সাতটা-আটটাতেও ঘুম ভাঙে না। আজ ভোর সাড়ে চারটেয় জ্যাকেট-টুপিতে মুড়ে হাজির যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে হাজির! আরে এই দিন কি বারবার আসে? শহরে এসেছেন ফুটবলের ‘GOAT’ লিওনেল মেসি (Lionel Messi) আর কি নিজেকে ধরে রাখা যায়? যুবভারতীতে মেসির অনুষ্ঠান শুরুর অনেক আগেই তাই ভক্তরা হাজির। সবার অপেক্ষা এখন মেসিকে দেখার।

আট থেকে আশি, আজ গোটা কলকাতা যেন মেসি জ্বরে আক্রান্ত। ১৪ বছর পর শহরে পা রেখেছেন বিশ্বজয়ী তারকা। মাঝরাতে তাঁর ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বাইরে তখন থিকথিক করছে ভিড়। কে বলবে, এটা ডিসেম্বরের মাঝ রাত। মেসিকে এক ঝলক দেখতে ভক্তদের ঢল নেমেছিল বিমানবন্দরে। মেসির বিমান অবতরণের নির্ধারিত সম্ভাব্য সময় পেরিয়ে গেলেও উম্মাদনায় ভাঁটা পড়েনি একফোঁটাও! বরং রাত যত বেড়েছে, ভিড় ততই গাঢ় হয়েছে। আরও উচ্চ হয়েছে ভক্তদের গলার স্বর।

ঘড়ির কাটায় রাত ৩টে ২০ মিনিট। মেসির কনভয় বিমানবন্দর থেকে বেরোচ্ছে। চিৎকারে ফেটে পড়ল কলকাতাবাসী। সবার মুখে শুধু একটাই কথা, ‘মেসি, মেসি, মেসি…‘। এলএম-১০-র এক ঝলক দেখেই ৩ ঘন্টারও বেশি সময়ের অপেক্ষার ক্লান্তি যেন নিমেষে গায়েব!

বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা বাইপাস সংলগ্ন একটি হোটেলে প্রবেশ করেন মেসি। আজ, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। তার আগে হোটেলেই রয়েছে উদ্য়োক্তাদের আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’। হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন নিজের মূর্তি। এরপর সোজা পৌঁছে যাবেন যুবভারতীতে, যেখানে তার জন্য এখন থেকেই অপেক্ষা করছে হাজার হাজার সমর্থক।

গোট ট্য়ুরে মেসির সঙ্গে দেখা হবে কিং খানেরও। শাহরুখ খান নিজেই পোস্ট করে মেসির সঙ্গে সাক্ষাতের উত্তেজনা-উন্মাদনা ভাগ করে নিয়েছেন। যুবভারতীতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ও।