কলকাতা: স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রবিবার রাতে উডল্যান্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, তন্দ্রাচ্ছন্ন রয়েছেন তিনি। সঙ্গে শ্বাসেরও কিছুটা সমস্যা রয়েছে। তবে তাঁর রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক রয়েছে। তাঁর বুকের এক্স-রে করা হয়েছিল। সে রিপোর্টও হাতে পেয়েছেন চিকিৎসকরা। তাতে বিশেষ কোনও পরিবর্তন নজরে আসেনি। স্বাভাবিক ভাবে খাবারও খাচ্ছেন তিনি।
শরীরে অক্সিজেনের মাত্রার ওঠানামা হওয়ায় গত মঙ্গলবার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের সিওপিডির সমস্যা রয়েছে। এরই মধ্যে গত ১৮ মে তাঁর করোনা রিপোর্টও পজিটিভ আসে। বুধবার ইয়াসের ভ্রুকুটি ছিল। তাই চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাননি। ভর্তি করানো হয় উডল্যান্ডস হাসপাতালে। তাঁকে পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয় মেডিক্যাল বোর্ড। চিকিৎসক কৌশিক চক্রবর্তীকে বোর্ডের মাথায় রেখে চিকিৎসক ধ্রুব ভট্টাচার্য, চিকিৎসক সৌতিক পাণ্ডা, চিকিৎসক সোমনাথ মাইতি, চিকিৎসক অঙ্কন বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক সরোজ মণ্ডলকে নিয়ে এই বোর্ডই দেখছে বুদ্ধবাবুকে।
আরও পড়ুন: রবিবার বিকেলে হঠাৎই নবান্নে সস্ত্রীক আলাপন বন্দ্যোপাধ্যায়
সিওপিডি থাকার জন্য বাইপ্যাপেই রয়েছেন তিনি। প্রতি মিনিটে ২ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। কিছুদিন আগেই তাঁর রক্তে শর্করার পরিমাণ কমে গিয়েছিল। সেই অবস্থারও উন্নতি হয়েছে। রেমডিসিভিরের কোর্সও সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে তাঁর শুকনো সর্দি রয়েছে বুকে। যদিও বুকের এক্স-রে রিপোর্টে নতুন করে কোনও উদ্বেগের লক্ষণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা।