Partha Chatterjee: মহা বিপাকে পার্থ! শুধু জামাই নয়, এবার মুখ খুললেন তাঁর কাছের আরও এক ব্যক্তি

Partha Chatterjee: সোমবার ইডির মামলায় কল্যাণময় ভট্টাচার্যের এই মামার সাক্ষ্যগ্রহণ করা হয়। তাঁর দাবি,ভাগ্নে কল্যাণময়ের উপর ভরসা করেই বিভিন্ন সময় বিভিন্ন নথিতে সই করেছেন তিনি। আদালতে কল্যাণময়ের মামা আরও জানিয়েছেন, তাঁকে বেশ কয়েকটি সংস্থার ডিরেক্টর করা হয়েছিল।

Partha Chatterjee: মহা বিপাকে পার্থ! শুধু জামাই নয়, এবার মুখ খুললেন তাঁর কাছের আরও এক ব্যক্তি
প্রতীকী ছবি

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 24, 2025 | 5:51 PM

কলকাতা: শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চেয়েছেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন তাঁরই আরও এক আত্মীয়। যিনি সম্পর্কে জামাই কল্যাণময়ের মামা হন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার বিচারপর্বে ঘুরিয়ে পার্থর কোর্টেই সমস্ত কিছুর দায় ঠেললেন তিনি।

সোমবার ইডির মামলায় বিশেষ ইডি আদালতে কল্যাণময় ভট্টাচার্যের এই মামার সাক্ষ্যগ্রহণ করা হয়। তাঁর দাবি,ভাগ্নে কল্যাণময়ের উপর ভরসা করেই বিভিন্ন সময় বিভিন্ন নথিতে সই করেছেন তিনি। আদালতে কল্যাণময়ের মামা আরও জানিয়েছেন, তাঁকে বেশ কয়েকটি সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। চেকে সই করার অধিকারও দেওয়া হয়েছিল। কিন্তু সব কিছুই তিনি করেছেন ভাগ্নে কল্যাণময়ের উপর ভরসা করেই। এ দিকে, কল্যাণময় ইতিমধ্যেই আদালতে সাক্ষ্য দিয়ে জানিয়েছিলেন, তিনি পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই সব কাজ করেছেন। ফলে নিয়োগ দুর্নীতি মামলায় বলাই যায় আরও বিপাকে পড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কাঁড়ি-কাঁড়ি টাকা মেলার পর গ্রেফতার হন পার্থ। ধীরে-ধীরে তদন্ত যত এগোয়, এই দুর্নীতিতে নাম উঠে আসে তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্যেরও। যদিও, বর্তমানে তিনি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি-র মামলায় রাজসাক্ষী হয়েছেন।