
কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় এবার সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। ইন্সপেক্টর রত্না সরকার, হোমগার্ড দীপঙ্কর দেবনাথের গ্রেফতারের ঘটনায় এই রিপোর্ট চাওয়া হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দিতে হবে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। ওই দিনই ফের এই মামলার শুনানি হবে।
সূত্রের খবর, শুনানির আগে গোটা রিপোর্ট দেখার জন্য হাইকোর্টে আর্জি জানিয়েছিল সিবিআই। তবে রিপোর্টটা দেওয়ার জন্য এক সপ্তাহের সময় চায় সিবিআই। তবে সাতদিন নয়, চারদিনের সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্যের শীর্ষ আদালত।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ঘটে যায় ভয়াবহ কাণ্ড। ২ মে বিকালে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। কলকাতা পুলিশ তদন্ত করলেও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত সেই মামলা চলে যায় সিবিআইয়ের হাতে। তারপরই পরপর গ্রেফতার। এ মামলায় আগেই বিশেষ সিবিআই আদালতে তীব্র ভৎর্সনার মুখে পড়েছিল পুলিশ।
অভিজিৎ সরকার খুনের ওই মামলায় ৩১ জুলাই অবধি জেল হেফাজত হয়েছে নারকেলডাঙা থানার প্রাক্তন ওসি শুভজিৎ সেন, সাব ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। ঘটনার পর তদন্ত প্রক্রিয়ায় তথ্য-প্রমাণে লোপাটের চেষ্টার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সম্প্রতি বিশেষ সিবিআই আদালতের বিচারক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সমাজ কী করবে!’