
কলকাতা: শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে পূণ্যার্থীরা আসতে শুরু করেছেন এই মেলায়। আর তাই বিপুল ভিড় সামাল দিতে পরিষেবা বৃদ্ধি করল শিয়ালদহ ডিভিশন। নির্ধারিত ২৩টি ট্রেনের পাশাপাশি চাহিদার ভিত্তিতে আরও ৪টি বিশেষ ট্রেন সংযোজন করা হয়েছে।
রেল সূত্রে খবর, গঙ্গাসাগর মেলায় অংশগ্রহণের উদ্দেশ্যে আগত লক্ষাধিক পূণ্যার্থীর যাত্রা যেন সময় মতো, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয় সেই কারণেই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন কাকদ্বীপ ও নামখানায় অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। যাত্রী চাপের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করে আজই ডিভিশনের পক্ষ থেকে আরও ৪টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এর ফলে গঙ্গাসাগর অভিমুখে মোট ট্রেন পরিষেবার সংখ্যা ২৩ থেকে বেড়ে ২৭ হয়েছে। প্রতিটি ট্রেনে গড়ে ২,৫০০-রও বেশি যাত্রী যাতায়াত করছেন।
আজ চালু হওয়া অতিরিক্ত ট্রেনগুলি হল-
৮টা বেজে ১৫ মিনিটের শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা পর্যন্ত সম্প্রসারিত
১১টা বেজে ২ মিনিটের শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা পর্যন্ত সম্প্রসারিত
১২টা বেজে ৫০ মিনিটের শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা পর্যন্ত সম্প্রসারিত
১৫টা ৫০ মিনিটের শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা পর্যন্ত সম্প্রসারিত
ডিআরএম শিয়ালদহ শ্রী রাজীব সাক্সেনা জানান, “পূর্ণার্থীদের কল্যাণে যাত্রাপথের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ইন্টিগ্রেটেড হেল্প ডেস্ক, চিকিৎসা সহায়তা কেন্দ্র ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদহ ডিভিশন প্রতিটি পূণ্যার্থীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রেনের সংখ্যা বাড়িয়ে আমরা চাই গঙ্গাসাগরে পূণ্যস্নানের যাত্রা যেন আরও আধ্যাত্মিক ও চাপমুক্ত হয়।”