Fraud Case: ব্যাটারির স্ক্র্যাব কিনতে ফুড কোর্টে দেখা, সেখানেই দেড় কোটির প্রতারণা

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 22, 2023 | 12:56 PM

Fraud Case: অভিযোগ, ১৯ তারিখ পর্যন্ত কোনও ব্যাটারি স্ক্রাব পাননি সুমিত। এ নিয়ে অভিযুক্ত সংস্থার প্রতিনিধির সঙ্গে কথা বললে তারা গড়িমসি করেন। সুমিত বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

Fraud Case: ব্যাটারির স্ক্র্যাব কিনতে ফুড কোর্টে দেখা, সেখানেই দেড় কোটির প্রতারণা
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: স্ক্র্যাব বিক্রির নামে ১ কোটি ৬০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। ঘটনায় বাগুইআটি থানার পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। লেকটাউনের বাসিন্দা সুমিত রাম সিসারিয়ার অভিযোগ করেন, তিনি ২০০ টন ব্যাটারি স্ক্র্যাব কেনার জন্য বেঙ্গালুরুর একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সেই সংস্থার প্রতিনিধি হিসাবে জগদীশ বাগানি নামে এক ব্যক্তি এক কনফেকশনারি ফুড কোর্টে তাঁর সঙ্গে দেখা করেন এবং তিনি ৩২ লক্ষ টাকা আগাম দেন।

এরপর গত ১৩ সেপ্টেম্বর দ্বিতীয়বার একই জায়গায় দেখা করেন জগদীশ বাগানি। এবার তাঁর সঙ্গে আরও তিন অপরিচিত ব্যক্তি ছিলেন। তাঁরা বাকি এক কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার টাকার দাবি করেন। আরটিজিএস-এর মাধ্যমে সেই টাকা ফুডকোটে বসেই ট্রান্সফার করেন সুমিত রাম সিসারিয়া। সেদিনই মাল ডেলিভারির জন্য একটি অ্যালটমেন্ট লেটার দেন জাগদিশ বাগানি।

অভিযোগ, ১৯ তারিখ পর্যন্ত কোনও ব্যাটারি স্ক্রাব পাননি সুমিত। এ নিয়ে অভিযুক্ত সংস্থার প্রতিনিধির সঙ্গে কথা বললে তারা গড়িমসি করেন। সুমিত বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর তিনি ২০ সেপ্টেম্বর বাগুইআটি থানায় প্রতারণার মামলা দায়ের করেন। সেই ঘটনার তদন্ত নেমে পুলিশ কৈখালি থেকে জগদীশ বাগানি , প্রদীপ কুমার কুশলালে সরজ রায় অভিষেক সিং কে গ্রেফতার করে।

ধৃতদের বিরুদ্ধে ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭২, ১২০বি, ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হবে।

Next Article