Fraud Case: কোটি কোটি টাকার ‘খেল’, সল্টলেকের PNB-র মোড় থেকে জালে হেস্টিংস থানার সিভিক ভলান্টিয়র

Fraud Case: গত এপ্রিল মাসে বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার বাগুইআটি থানায় লিখিত অভিযোগ করেন। তাঁর বয়ান অনুয়ায়ী, প্রায় ১৬ টি মিউল অ্যাকাউন্টে  কোটি কোটি টাকার অসামঞ্জস্যপূর্ণ আর্থিক লেনদেন হয়েছে। সেই ঘটনার তদন্তে নেমে গতকাল ৬ জনকে গ্রেফতার করা হয়।

Fraud Case: কোটি কোটি টাকার খেল, সল্টলেকের PNB-র মোড় থেকে জালে হেস্টিংস থানার সিভিক ভলান্টিয়র
সল্টলেকের পিএনবি মোড়Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 22, 2025 | 2:02 PM

কলকাতা: অ্যাকাউন্ট  খুলে কোটি কোটি টাকার লেনদেন। মিউল অ্যাকাউন্টের মাধ্যমে অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের অভিযোগে গ্রেফতার ৬। ধৃতদের মধ্যে হেস্টিংস থানার এক সিভিক ভলান্টিয়রও রয়েছে। নাম সনু হরি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাসে বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার বাগুইআটি থানায় লিখিত অভিযোগ করেন। তাঁর বয়ান অনুয়ায়ী, প্রায় ১৬ টি মিউল অ্যাকাউন্টে  কোটি কোটি টাকার অসামঞ্জস্যপূর্ণ আর্থিক লেনদেন হয়েছে। সেই ঘটনার তদন্তে নেমে গতকাল ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা।

ধৃতদের বারাসত আদালতে পেশ করা হয়। বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত, কোথায় টাকা পাঠানো হয়েছে, সে সবই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।

জানা গিয়েছে, সল্টলেকের পিএনবি মোড়ের সামনে বেসরকারি ব্যাঙ্কে ওই মিউল অ্যাকাউন্টের সন্ধান মেলে। পরে তাঁরা আবার একটি  অ্যাকাউন্ট খুলতে আসেন, সেই সময়েই তাঁদেরকে গ্রেফতার করা হয়।

মূলত এই মিউল অ্যাকাউন্ট থেকেই সাইবার জালিয়াতি হয়ে থাকে। যেরকম এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাওয়া। মূলত এই অ্যাকাউন্ট অবৈধ কার্যকলাপ হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টের মালিকও জানতে পারেন না, তাঁর অ্যাকাউন্টটি অবৈধ কাজে ব্যবহৃত হচ্ছে।