
শর্মিষ্ঠা চক্রবর্তী: শহরে ৩১৭ কোটি টাকার জালিয়াতি! ভুয়ো ঠিকানা ব্যবহার করে একাধিক সংস্থা খুলে তাতে বিনিয়োগ দুর্নীতির টাকা। তার মধ্যে প্রায় ২০০ কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতেও ট্রান্সফার! নেপথ্যে শহরের এক নামজাদা শিল্পপতি, এমনটাই অভিযোগ। সেই তিনিই আবার বহুল পরিচিত মুখও বটে! তদন্তে নেমে চোখ কপালে ওঠার জোগাড় সাইবার ক্রাইমের গোয়েন্দাদের। ভাবছেন তো, শহরের কোন বড় শিল্পপতি! যা জানা যাচ্ছে তা হল পবন রুইয়া! নাম তো সুনা হি হোগা! একটু মনে করে দেখুন, ওই যে জেসপ-ডানলপ…. হ্যাঁ, সেই জেসপ কারখানার মালিক পবন রুইয়া! চলুন, একবার তাঁর ইতিহাসটা ঝালিয়ে নিই বরং। পবন রুইয়া, যাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিল রেল! সালটা ২০১৬! দিল্লির সুন্দরনগরের বাড়ি থেকে রুইয়াকে গ্রেফতার করেছিলেন সিআইডি-র তদন্তকারীরা। ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে জেসপকে সাতটি এসি রেক এবং আরও কিছু সরঞ্জাম তৈরির জন্য অগ্রিম বাবদ ৫০ কোটি টাকা দেওয়া...