কলকাতা: নিজে স্মার্ট ফোন ব্যবহার করতে ঠিক মতন পারেন না। সেক্ষেত্রে পরিচিতকেই ভরসা করেছিলেন তিনি। কিন্তু তাতেই খোয়া গেল পুঁজি।
দু’লক্ষ টাকা খোয়ালেন এক ব্যবসায়ী সল্টলেক ই ই-ব্লকের বাসিন্দা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সুপ্রিয় হালদার ওরফে বুলেট। তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হয়। পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করা হয়।
পুলিশ সূত্র মারফত খবর, গত ১১ নভেম্বর ই ই ব্লকে বাসিন্দা তরুণ কুমার দাস পূর্ব বিধান নগর থানায় গিয়ে অভিযোগ করেন। তারই সহযোগী মোবাইল ব্যবহার অনভিজ্ঞতার সুযোগ নিয়ে ওটিপি ব্যবহার করে অনলাইনে দু লক্ষ টাকা হাতিয়ে নেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে বিধান নগর পূর্ব থানার পুলিশ।
পুলিশ রবিবার রাতে নিউ আদর্শপল্লি থেকে অভিযুক্ত সুপ্রিয় হালদারকে গ্রেফতার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পারে, ২ লক্ষ টাকা ছাড়াও সোনার চেন, মোবাইল ফোন সিম কার্ড, বেশ কিছু সামগ্রী হাতিয়ে নিয়েছেন । সোমবার তাঁকে প্রতারণা ও চুরির ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করে বিধান নগর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
বিশেষজ্ঞরা এর আগেও একাধিকবার সচেতন করেছেন, যাতে কারোর সঙ্গে ওটিপি শেয়ার না করেন। কিন্তু এক্ষেত্রে বিশ্বাস করেই ওটিপি শেয়ার করতে গিয়ে অনেকক্ষেত্রে বড়সড় অঙ্কের টাকা খোয়াতে হয়েছে অনেকে। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে। অভিযুক্ত কোনও প্রতারণা চক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।