Fake Police Personnel: মাস্ক না পরলেই পথ আটকে টাকা আদায়, গ্রেফতার ভুয়ো পুলিশ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 13, 2021 | 8:24 PM

Kolkata Police: অভিযুক্ত মানস সরকারকে গ্রেফতার করে ইতিমধ্যেই জেরা শুরু করেছে ময়দান থানার পুলিশ।

Fake Police Personnel: মাস্ক না পরলেই পথ আটকে টাকা আদায়, গ্রেফতার ভুয়ো পুলিশ
ভুয়ো পুলিশ সেজে টাকা তোলার অভিযোগে গ্রেফতার মানস সরকার (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: শহর কলকাতার বুকে এবার ফের গ্রেফতার এক ‘ভুয়ো পুলিশ’ (Fake Police)। পুলিশের পরিচয় দিয়ে পথচলতি সাধারণ মানুষদের থেকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিতে। ধৃতের নাম মানস সরকার। বাড়ি দমদম এলাকায়। অভিযুক্ত মানস সরকারকে গ্রেফতার করে ইতিমধ্যেই জেরা শুরু করেছে ময়দান থানার পুলিশ।

আজ দুপুরে রাস্তায় দাঁড়িয়ে পথচলতি মানুষদের থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। আর অভিযুক্ততে টাকা তোলার পন্থাও ছিল বেশ অভিনব। রাজ্য থেকে করোনা এখনও পুরোপুরি নির্মূল হয়নি। পুলিশ ও প্রশাসনের তরফে বার বার মাস্ক পরে রাস্তায় বেরোতে বলা হচ্ছে। কিন্তু তাও হেলদোল নেই একটি বড় অংশের মানুষের। আর মানুষের এই অসচেতন মনোভাবকেই হাতিয়ার করে টাকা তোলার চেষ্টা করছিল ওই ব্যক্তি। আজ দুপুরে ফোর্ট উইলিয়াম এবং ডাফরিন রোডের ক্রসিংয়ে দাঁড়িয়ে ছিল মানস সরকার। পথ চলতি সাধারণ মানুষ এবং বাইক আরোহীদের কারও মুখে মাস্ক নেই দেখলেই দাঁড় করাচ্ছে। নিজেকে পুলিশ বলে পরিচয় দিচ্ছিল। একেবারে পুলিশের ভঙ্গিমায় জিজ্ঞেস করছিল, কেন মুখে মাস্ক নেই। আর তারপরই জরিমানা করছে। যাঁর থেকে যেমন পাওয়া যাচ্ছে, কোথাও বলছে ৫০০ টাকা জরিমানা, আবার কোথাও ১০০০ টাকা জরিমানাও দাবি করে ধৃত মানস সরকার। এক যুবকের থেকে ১০০ টাকা জরিমানা বাবদ আদায় করেছে বলেও অভিযোগ।

বেশ কিছুক্ষণ এইভাবেই চলছিল। এরইমধ্যে খবর যায়, সাউথ ট্রাফিক গার্ডে। সেখানে কর্তব্যরত এক সার্জেন্ট দ্রুত ওই এলাকায় আসেন। মানস সরকারের পরিচয় জানতে চান ওই সার্জেন্ট। তিনি যে পুলিশকর্মী, তার কোনও প্রমাণ আছে কিনা দেখতে চাওয়া হয়, কেন পথচলতি মানুষদের থেকে টাকা তোলা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন করা হয়। কিন্তু, কোনও প্রশ্নেরই ঠিকঠাক জবাব দিতে পারেনি মানস সরকার। বেশ কিছু অসংলগ্ন উত্তরও দিচ্ছিল ওই ব্যক্তি। আর এরপরেই তাকে আটক করেন সাউথ ট্রাফিক গার্ডের ওই সার্জেন্ট।

এরপর ওই ব্যক্তিকে ময়দান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখানও আরও এক দফা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। কিন্তু সেখানও অভিযুক্ত মানস সরকারের জবাব সন্তোষজনক না হওয়ায়, তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে ইতিমধ্যেই জেরা শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই ব্যক্তি কতদিন ধরে এইভাবে মানুষকে প্রতারিত করে টাকা তুলছিল, তার সঙ্গে আর কেউ কেউ জড়িত রয়েছে কিনা, কতজন ব্য়ক্তিকে প্রতারিত করেছে ওই ব্যক্তি, সেই সব উত্তর খুঁজছে পুলিশ। ধৃতকে আগামিকাল ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন : Petrol-Diesel Price: “কংগ্রেস শাসিত রাজ্যগুলিও জ্বালানি শুল্ক কমিয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে নয় কেন?”, মমতাকে তীব্র আক্রমণ অধীরের

আরও পড়ুন : Luizinho Faleiro: অর্পিতার আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূলের নয়া রাজ্যসভার সাংসদ ফেলেইরিও

Next Article