Madhyamik New Merit List: বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা, চিনে নিন সেদিনের ‘ব্রাত্য’ থাকা লাকি ১৩ কৃতীদের

Madhyamik New Merit List: মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র সৃজন প্রামাণিক। আগের মেধাতালিকা বলছে তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮। এখন বেড়ে হয়েছে ৬৮৯। কংসাবতী শিশু বিদ্যালয়ের পড়ুয়া সৌপ্তিক মুখোপাধ্যায়। আগে প্রাপ্ত নম্বর ৬৮৮। বেড়ে হয়েছে ৬৮৯।

Madhyamik New Merit List: বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা, চিনে নিন সেদিনের ব্রাত্য থাকা লাকি ১৩ কৃতীদের
প্রতীকী ছবি Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Jun 18, 2025 | 2:16 PM

কলকাতা: আগে ছিল ৬৬। একধাক্কায় সংখ্যাটা বেড়ে হল ৭৯। হ্যাঁ, স্ক্রুটিনি-রিভিউয়ের রেজাল্ট সামনে আসতেই মেধাতালিকায় উঠে এল ১৩ জন কৃতী। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের একাধিক জেলা থেকে মেধাতালিকায় উঠে এল একগুচ্ছ পড়ুয়া। প্রথম স্থানে নতুন কোনও পড়ুয়াকে দেখা না গেলেও দ্বিতীয় থেকে দশম সব র‌্যাঙ্কেই উঠে এসেছে এক ঝাঁক পড়ুয়া। 

চতুর্থ থেকে দ্বিতীয়  

পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইন্সটিটিউশনের পড়ুয়া সুপ্রতীক মান্না। তাঁর আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৯২। এখন বেড়ে হয়েছে ৬৯৪।  

অষ্টম থেকে সপ্তম  

মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র সৃজন প্রামাণিক। আগের মেধাতালিকা বলছে তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮। এখন বেড়ে হয়েছে ৬৮৯।  

কংসাবতী শিশু বিদ্যালয়ের পড়ুয়া সৌপ্তিক মুখোপাধ্যায়। আগে প্রাপ্ত নম্বর ৬৮৮। বেড়ে হয়েছে ৬৮৯। 

একাদশ থেকে অষ্টম 

রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠের ছাত্র দেবজিৎ লাহা। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৫। বেড়ে হয়েছে ৬৮৮। 

তমুলক হ্যামিলটন হাইস্কুলের ছাত্র অন্তরীপ মাইতি। ৬৮৫ নম্বর পাওয়ায় প্রথমে জায়গা মেধাতালিকায়। এখন তাঁর নম্বর ৬৮৮। 

একাদশ থেকে নবম

বালুরঘাট হাইস্কুলের ছাত্র চয়ন রায়। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৫। এখন বেড়ে হয়েছে ৬৮৭। 

দশম থেকে নবম 

নব নালন্দা শান্তিনিকেতনের ছাত্র সাম্যক দাস। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৬। এখন বেড়ে হয়েছে ৬৮৭।  

দ্বাদশ থেকে নবম 

পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের ছাত্র রূপম দিক্ষীত। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৪। এখন বেড়ে হয়েছে ৬৮৭। 

একাদশ থেকে দশম 

কোচবিহারের মাথাভাঙা গার্লস হাইস্কুলের পড়ুয়া অন্যন্যা মজুমদার। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৫। এখন বেড়ে হয়েছে ৬৮৬।

দক্ষিণ ২৪ পরগনার সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের পড়ুয়া প্রেরণা বৈদ্য। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৫। এখন বেড়ে হয়েছে ৬৮৬।  

দ্বাদশ থেকে দশম 

মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া প্রজ্ঞান দেবনাথ। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৪। এখন বেড়ে হয়েছে ৬৮৬। 

বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের পড়ুয়া সায়নদীপ ঘোষ। আগের প্রাপ্ত নম্বর ৬৮৪ থেকে এখন বেড়ে হয়েছে ৬৮৬। 

ত্রয়োদশ থেকে দশম 

কন্টাই মডেল ইন্সস্টিটিউশনের পড়ুয়া সোহম করণ। আগে প্রাপ্ত নম্বর ছিল ৬৮৩। এখন বেড়ে হয়েছে ৬৮৬।