
কলকাতা: রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে হয়ে গেল বড়সড় সিদ্ধান্ত। একাধিক নতুন পদ সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ। মোট ১৮টি ক্ষেত্রে এই সুযোগ থাকছে বলে জানা যাচ্ছে। নার্সিং স্টাফ যেমন নেওয়া হবে, তেমনই নেওয়া হবে প্যারা টিচারও। মৎস্য দফতর থেকে অর্থ দফতর, নারী ও শিশু কল্যাণ থেকে বিদ্যালয় শিক্ষা দফতর, সর্বত্রই তৈরি হচ্ছে নতুন পদ। একনজরে দেখে নেওয়া যাক নতুন কোন কোন ক্ষেত্রে তৈরি হচ্ছে পদ…
মৎস্য দফতর (Fisheries, Aquaculture, Aquatic Resources & Fishing Harbours)
মৎস্য দফতরে নেওয়া হবে Joint Director of Finance. ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্য়াকাউন্ট সার্ভিস থেকে নেওয়া হবে বলে খবর। পদ একটি।
নেওয়া হবে Deputy Secretary (Technical)
পদ: ২
Information Technology Officer (লক্ষ্মীর ভাণ্ডর প্রকল্পের জন্য)
পদ : ১টি
বিদ্যালয় শিক্ষা দফতরের অধীনে একাধিক প্রাইমারি স্কুলে নেওয়া হবে প্যারা টিচার। মোট সংখ্যা ১২।
রাজবংশী মিডিয়াম স্কুল (উত্তর দিনাজপুর): ২ জন
কামতাপুরি মিডিয়াম স্কুল (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি): ১০ জন
নতুন তৈরি ও আপগ্রেড হওয়া ১১টি মেডিকেল কলেজে নেওয়া হবে নার্সিং স্টাফ। তবে মোট কতজনের নিয়োগ হবে সেই সংখ্যা জানা যায়নি। তবে সূত্রের খবর, অনেক পদেই হতে চলেছে নিয়োগ।
OSD (সিনিয়র লেভেল, অস্থায়ী, গভর্নরের মেয়াদের সাথে সামঞ্জস্যপূর্ণ)
পদ: ২টি