Mamata-Teachers Meeting: ‘টাকার বিনিময়ে কার্ডগুলো বিলি হয়েছে’, বৈঠকের আগেই বড় অভিযোগ চাকরিহারার
Mamata-Teachers Meeting: উল্লেখ্য সোমে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হাজির হয়েছে সিবিআইয়ের দ্বারা 'চিহ্নিত অযোগ্যরাও'। যা ঘিরে ক্ষোভ চড়েছে 'যোগ্য' চাকরিহারাদের মনেও। তাদের দাবি, 'অযোগ্যরা এই বৈঠকে ঢুকতে পারেন না। তাদের কাছে কোনও গেট পাস নেই।'

সোমা দাম, সুমন মহাপাত্র ও সুজয় পাল রিপোর্ট
কলকাতা: স্লোগান-পাল্টা স্লোগান। হাতাহাতি-বিক্ষোভ। সাত সকালে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় চরম উত্তেজনা। গতকাল রাতেই শহিদ মিনার চত্বরে যোগ্য-অযোগ্যদের মধ্যে বচসা ও বিবাদ তৈরি হয়েছিল। যা সকাল হতেও কাটল না। উল্টে সেই বচসা গিয়ে দাঁড়াল আড়াআড়ি বিভাজনে।
এক দিকে যখন ইন্ডোর স্টেডিয়ামের সামনে পারদ চড়াচ্ছে যোগ্য-অযোগ্যদের বিবাদ। সেই সময়ই বাবুঘাট চত্বরে আরও উত্তাল পরিস্থিতি। নিয়ন্ত্রণে নেমে হিমশিম খেল পুলিশও। চাকরি ফেরত দিতে হবে বলে রাজপথে বসে স্লোগান চালাল ‘যোগ্য’ চাকরিহারারা।
এক চাকরি খোয়ানো শিক্ষকের দাবি, ‘আমরা মরতেও রাজি আছি। চাকরি বহাল না রাখতে পারলে আমাদের মৃত্যুদণ্ড দিক। কারণ চাকরি না থাকলে কী করব আমরা? চাকরি না ফেরত দিতে পারলে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতেও রাজি আছি।’
উল্লেখ্য সোমে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হাজির হয়েছে সিবিআইয়ের দ্বারা ‘চিহ্নিত অযোগ্যরাও’। যা ঘিরে ক্ষোভ চড়েছে ‘যোগ্য’ চাকরিহারাদের মনেও। তাদের দাবি, ‘অযোগ্যরা এই বৈঠকে ঢুকতে পারেন না। তাদের কাছে কোনও গেট পাস নেই।’ পাল্টা এক ‘চিহ্নিত অযোগ্যের’ দাবি, ‘সব থেকে দুঃখের বিষয় আমার যোগ্যতাও এখানে প্রমাণ করতে হচ্ছে। আজকে এত নিরাপত্তা। কিন্তু এটা যদি আগে রাখা হত, তাহলে আমাদের এমন দিন দেখতে হত না।’
আরও এক ‘চিহ্নিত অযোগ্যের’ অভিযোগ, ‘মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন এই সভায় আসার জন্য। কিন্তু এখানে এসে দেখি, একটা কার্ডের ব্যবস্থা করা হয়েছে। যেগুলো আমাদের দেওয়া হওয়া হয়নি। টাকার বিনিময়ে এই কার্ডগুলোকে বিক্রি করা হয়েছে। যা উদ্দেশ্যেপ্রণোদিত।’





