কলকাতা: রাজ্য়ের স্বাস্থ্য-দফতরের নিয়োগে লিঙ্গ বিশেষে বেতন বৈষম্যের অভিযোগ। পুরুষদের তুলনায় মহিলাদের সাম্মানিক তিন হাজার টাকা কম বলে অভিযোগ। বৈষম্যের এই খবর জানাজানি হতেই ক্ষোভ রাজ্যের মহিলা যোগ প্রশিক্ষকদের মধ্যে। এই বিষয়ে কয়েকটি সংগঠন মামলা করারও প্রস্তুতি নিয়ে ফেলেছিল বলে খবর। বিক্ষোভের আগুন দাবালন হওয়ার আগেই নড়েচড়ে বসল রাজ্য যোগ এবং ন্যাচেরোপ্যাথি কাউন্সিল। রেজিস্ট্রার-কাউন্সিলর ডঃ শুভ্র ভট্টাচার্য চিঠি দেন রাজ্যের স্বাস্থ্য দফতরকে। নিয়োগে বিজ্ঞপ্তিতে লিঙ্গ বৈষম্য দূর করার অনুরোধ করেন তিনি।
সম্প্রতি, রাজ্যের ৫৪০টি আয়ূস সু-স্বাস্থ্য কেন্দ্রে ১ হাজার ৮০ জন যোগ প্রশিক্ষক নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দফতর। সেখানে পুরুষ যোগা ট্রেনারের জন্য ৮ হাজার, মহিলা যোগা ট্রেনারের জন্য ৫ হাজার টাকা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। ৩১ মার্চের সেই নির্দেশিকা জারি হতেই বেঙ্গল যোগা অ্যান্ড ন্যাচেরোপ্যাথির তরফ থেকে এই নির্দেশিকা প্রত্যাহারের আবেদন করা হয়। সেখানে বলা হয়েছে বাংলায় মহিলা-পুরুষ এরকম বেতন ভেদাভেদ করা যাবে না।
ইতিমধ্যে লিঙ্গ বিশেষে বেতন বৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছেন একাধিক পড়ুয়া থেকে শিক্ষক। ডঃ শুভ্র ভট্টাচার্য বলেন, “হয়ত মনে করা হয়েছে মহিলারা পারবে কম। কাজ কম করবে। আদৌ কাজ করতে পারবে কি না এইরকম একটা মানসিকতা থেকেই মনে হয় এমন নির্দেশিকা। আমরা প্রতিবাদ করেছি।”