Ghatal MP Dev: কবে শেষ হবে ঘাটাল মাস্টারপ্ল্যান? ডেডলাইন ঘোষণা করে দিলেন দেব

Ranjit Dhar | Edited By: Soumya Saha

Jun 12, 2024 | 6:33 PM

Ghatal: বুধবার জলসম্পদ ভবনে প্রায় এক ঘণ্টা ধরে চলে বৈঠক। সেই বৈঠক শেষে বেরিয়েই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হওয়ার ডেডলাইন জানিয়ে দিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। আগামী পাঁচ বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে বলে দাবি দেবের।

Ghatal MP Dev: কবে শেষ হবে ঘাটাল মাস্টারপ্ল্যান? ডেডলাইন ঘোষণা করে দিলেন দেব
কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান?
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারের ভোটের অন্যতম বড় ইস্যু ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। ভোট মিটেছে। আরও একবার জয়ী হয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। জয়ের হ্যাটট্রিকের পরই এবার রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠকে বসলেন ঘাটালের পুনর্নির্বাচিত সাংসদ দেব। বুধবার জলসম্পদ ভবনে প্রায় এক ঘণ্টা ধরে চলে বৈঠক। সেই বৈঠক শেষে বেরিয়েই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হওয়ার ডেডলাইন জানিয়ে দিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। আগামী পাঁচ বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে বলে দাবি দেবের।

বুধবার দুপুরে সেচমন্ত্রীর সঙ্গে যে দেব বৈঠকে বসতে চলেছেন ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে, তা আগেই জানা গিয়েছিল। সেই মতো আজ দুপুরে সল্টলেকে জলসম্পদ ভবনে পৌঁছান ঘাটালের সাংসদ দেব। এদিনের বৈঠকে পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন সেচ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে বেরিয়ে দেব বলেন, ‘ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের সহযোগিতা না পেলে ঘাটাল মাস্টারপ্ল্যান সম্ভব হবে না। নতুন করে অনেকগুলি খাল কাটতে হবে। অনেক জমি লাগবে আমাদের। আগামিকাল থেকে সেচ দফতরের ইঞ্জিনিয়াররা ফিল্ডে থাকবেন। নতুন খাল কাটতে কোন কোন জমিগুলি লাগবে, কোন কোন খাল চওড়া করতে হবে, সেগুলি চিহ্নিত করে আসবেন।’

ঘাটাল থেকে তিন বার সাংসদ হওয়া দেব জানালেন, ‘ছয় মাসের মধ্যে প্ল্যান তৈরি হয়ে যাবে। আট মাসের মধ্যে টেন্ডার ডাকা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে কনস্ট্রাকশনের কাজ শুরু করা যাবে বলে আশা করছি। ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর করার জন্য ঘাটালবাসীর সহযোগিতা লাগবে। আমার আশা, ১০০-২০০ বছরের এই সমস্যা মেটাতে ঘাটাল প্রস্তুত। এটা আমাদের পাঁচ বছরের প্ল্যান। ঘাটাল মাস্টারপ্ল্যান পুরোপুরি সম্পূর্ণ হতে পাঁচ বছর লাগবে।’

Next Article