Soumya Saha |
Dec 31, 2022 | 8:15 PM
বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে গোটা কলকাতা। আলো ঝলমলে তিলোত্তমা। নিয়নের আলোয় জলসায় সেজে উঠেছে পার্কস্ট্রিট চত্বর।
কাতারে কাতারে মানুষের ভিড় নেমেছে পার্ক স্ট্রিটে। ভিড়ের বহর দুর্গাপুজো বা বড়দিনের তুলনায় কম কিছু নয়।
শীতের আমেজ গায়ে মেখে বছর শেষের আনন্দ চেটেপুটে উপভোগ করতে ভিড় জমাচ্ছেন শহরবাসী।
বর্ষবরণের শহরে সজাগ কলকাতা পুলিশও। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে যানবাহন চলাচলে যাতে কোনও সমস্যা না হয়, তার দিকে নজর রাখছেন পুলিশকর্মীরা।
বর্ষবরণের মরশুমে কলকাতার রাজপথে ঘুরে বেরাচ্ছেন কলকাতা পুলিশের বিশেষ মহিলা পুলিশ বাহিনী উইনার্স টিম। স্কুটি নিয়ে শহরে টহলদারি চালাচ্ছেন তাঁরা।
গোটা পার্কস্ট্রিট চত্বর এখন সেলিব্রেশনের মুডে। শহর ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে ভিড় জমিয়েছেন পার্ক স্ট্রিটে।
বর্ষবরণের মুহূর্তটি বন্ধুবান্ধব, কাছের মানুষের সঙ্গে ভাগ করে নিতে প্রচুর মানুষ এসেছেন পার্কস্ট্রিটে। আলো ঝলমলে পার্কস্ট্রিটের সবটুকু আনন্দ উপভোগ করে নিচ্ছেন তাঁরা।
একইসঙ্গে চলছে সেল্ফি তোলার ধুম। নির্মল আনন্দের এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে তুলতে প্রস্তুত সবাই। কেউ এসেছেন পরিবারের সঙ্গে আবার কেউ এসেছেন নিজের প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে।
এদিকে সতর্ক রয়েছে পুলিশও। রাস্তার মূল অংশ পথচারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার দুইধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেখান দিয়েই যাতায়াত করছেন পথচারীরা।
নতুন বছরে নতুন আশা নিয়ে নতুন স্বপ্নে বুক বাঁধছে গোটা শহর।